অন্ধকারের শক্তি মোকাবেলায় দুর্বার গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান ঐক্য পরিষদের

0
831

হিল ভয়েস, ১ এপ্রিল ২০২১, ঢাকা: আর কালবিলম্ব না করে অন্ধকারের শক্তির মোকাবেলায় ৬০-র দশকের মত দুর্বার গণ আন্দোলন গড়ে তোলার জন্যে সরকার, দেশপ্রেমিক সকল রাজনৈতিক দল, সংস্কৃতি কর্মী, নাগরিক সমাজ ও প্রগতিশীল ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

গতকাল ৩১ মার্চ ২০২১ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক প্রেসবার্তায় ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রচারিত এক বিবৃতিতে এই আহ্বান জানানোর কথা জানা যায়।

ঐক্য পরিষদের সভাপতি সাবেক এমপি ঊষাতন তালুকদার, ভারপ্রাপ্ত সভাপতি ড. নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাণা দাশগুপ্ত সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন, ৭১-র মতই সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে টার্গেট করে তাদের উপর দীর্ঘকাল ধরে পরিচালিত অব্যাহত আক্রমণ, মাগুরাসহ নানান জায়গায় সংখ্যালঘুদের ধর্মান্তরিত হবার জন্য অব্যাহত চাপ প্রদান, গ্রামীণ মেলা-উৎসব এবং লালন, বাউল ও সুফিবাদের উপর হামলা, অতি সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামের হাটহাজারী, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জসহ নানান স্থানের সরকারি প্রতিষ্ঠান ও সংগীতায়তন ধ্বংস, রাজনৈতিক নেতাদের বাড়িঘরে অগ্নিসংযোগ, কলেমা পড়িয়ে ধর্মীয় পরিচিতি নির্ধারণ, জাতির জনক বঙ্গবন্ধু-বাঘা যতীন ও মধুদা’র ভাস্কর্য ভাংচুর কোন বিচ্ছিন্ন বা অপরিকল্পিত ঘটনা নয়-সবই একই সূত্রে গাঁথা। অন্ধকারের এসব শক্তির সাথে কোন আপোষ আর যা-ই হোক রক্তার্জিত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে অচিরেই বিপন্ন করে তুলবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অন্ধকারের শক্তির আস্ফালন স্তব্ধ করে দেয়ার এখনই সময়। অন্যথায় বাংলাদেশ পাকিস্তান নয়, আফগানিস্তানে পরিণত হতে আর খুব বেশী দিন অপেক্ষা করতে হবে না।