হিল ভয়েস, ২২ সেপ্টেম্বর ২০২৩, রাঙ্গামাটি: রাঙ্গামাটির সদর উপজেলার মগবান ইউনিয়ন ও বালুখালী ইউনিয়নে সেনাবাহিনী কর্তৃক হয়রানিমূলক টহল অভিযান চালানোর খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর ২০২৩ মগবান ইউনিয়নের গবঘোনা সেনা ক্যাম্প হতে সুবেদার মোঃ সাইফুল এর নেতৃত্বে দুপুর ১২.৩০ ঘটিকায় মগবান ইউনিয়নের ৩ নং ওর্য়াডে আনসারসহ ২১ জনের একটি টহল দল ট্রলার যোগে গড়াকাবা গ্রামে জ্ঞান লাল চাকমার বাড়ির নিকটবর্তী পাড়া কেন্দ্রে এসে অবস্থান নেয়।
সেদিন পোড়া কেন্দ্রে অবস্থানের পরদিন ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে সকাল ৯ টার দিকে গড়গজ্যাছড়ি গ্রামের সম্ভূ লাল চাকমার বাড়ি পর্যন্ত ঘুরে এসে সকাল ১০.৩০ ঘটিকায় গবঘোনা সেনা ক্যাম্পে চলে যায়।
এদিকে গত ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে বালুখালী ইউনিয়নের মরিচ্যাবিল সেনা ক্যাম্প হতে ক্যাম্প কম্যান্ডার ক্যাপ্টেন আবদুল্লাহর নেতৃত্বে ২০ জনের একটি সেনা টহল দল ট্রলার যোগে দুপুর ২ টার সময়ে বালুখালী ইউনিয়নের বসন্ত জুনিয়র হাই স্কুল অবস্থান নেয়। সেদিন রাত ৯ টার দিকে স্কুলের আশেপাশে ঘুরে আবার তাদের অবস্থানে ফিরে যায় এবং পরদিন ২২ সেপ্টেম্বর ২৩ তারিখে সকাল ১১ টার দিকে ক্যাম্পে ফিরে যায় বলে জানা যায়।
সেনাবাহিনীর এই টহল অভিযানে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটে।
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
             
             
                             
                             
                             
                                                     
                                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        