রাঙ্গামাটিতে সেনাবাহিনী ও সেনামদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক ৪ জুম্মকে অপহরণ

0
520
ছবি: প্রতীকী

হিল ভয়েস, ২৩ নভেম্বর ২০২১, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার সদর উপজেলা জীবতলীতে সেনাবাহিনী ও সেনামদদপুষ্ট ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসী কর্তৃক ৪ নিরীহ জুম্মকে নিজ বাড়ি থেকে ঘুম থেকে তুলে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

অপহরণের শিকার গ্রামবাসীরা হলেন – ১. সজীব চাকমা (২৬), পিতা- শুভলাল চাকমা, পেশা- ব্যবসা (পাড়ায় চা ও মুদি দোকানদার), ২. আকাশ চাকমা (৩২), পিতা- বরুণ কার্বারী, সভাপতি, যুব সমিতি, জীবতলী ইউনিয়ন শাখা, ৩. সুজন চাকমা (১৯), পিতা- মৃতঃ নিগের মণি চাকমা, ছাত্র (কর্ণফুলী ডিগ্রি কলেজের এইচএসসি পড়ূয়া ২য় বর্ষের ছাত্র), ৪. নয়ন চাকমা (১৯), পিতা- কৃষ্ণ বরণ চাকমা , পেশা-ছাত্র (কাপ্তাই সুইডিসের ছাত্র)। তাদের সকলের গ্রাম- ধইল্যাছড়ি, ৯ নং ওয়ার্ড, ১ নং জীবতলী ইউনিয়নে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ২২ নভেম্বর ২০২১ (সোমবার) দিবাগত রাত ১ টায় রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলী সেনা জোনের ৭ আর ই বেঙ্গল রেজিমেন্টের গবঘোনা সেনা ক্যাম্পের দায়িত্বরত ক্যাপ্টেন মোঃ মাহবুব ও এস ব্যান সেনা ক্যাম্পে দায়িত্বরত সুবেদার মোঃ রিয়াজের নেতৃত্বে দুইটি সেনাদল আর স্থানীয় আওয়ামী লীগ ও সেনা মদদপুষ্ট সন্ত্রাসীরা একত্রে অবৈধ অস্ত্রধারী খোঁজার নাম করে সহজ সরল নিরপরাধ গ্রামবাসীদেরকে ঘুম থেকে জাগিয়ে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও বাড়িতে থাকা লোকজনদের নানারকম হুমকি, ভয়ভীতি ও হয়রানি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। অপহরণের পর উক্ত গ্রামবাসীদেরকে কোথায় নিয়ে গেছে বা রাখা হয়েছে তার কোন হদিস পাওয়া যায়নি।

জীবতলী চেয়ারম্যান পাড়ায় দীর্ঘদিন অবস্থানরত সেনামদদপুষ্ট ইউপিডিএফ (গণতান্ত্রিক) চাঁদাবাজ, খুনি ও অস্ত্রধারী সন্ত্রাসী- ১. অধীর চাকমা, ২. হেগেরা চাকমা, পিতা- মৃত কালিশংকর চাকমা, গ্রাম- জীবতলী চেয়ারম্যান পাড়া, ৩. বাচ্চু চাকমা, পিতা- লক্ষীময় চাকমা, গ্রাম- জীবতলী চেয়ারম্যান পাড়া প্রমুখ ব্যক্তি তল্লাসী অভিযানের সময সেনাবাহিনীর সাথে ছিল বলে জানা যায়।

অপরদিকে ২২ নভেম্বর ২০২১ রাঙামাটি সদর উপজেলার ৬নং বালুখালী ইউনিয়নের রাজমনি পাড়া ( মরিচ্যা বিল) সেনা ক্যাম্প হতে ২০/২২ জনের একটি সেনা দল বালুখালী ইউনিয়নে ট্টলার যোগে খারিক্ষ্যং গ্রামে রাত ১০ ঘটিকায় সময় এসে প্রভাত চাকমা বাড়ী ঘেরাও করে। বাড়ির ভিতরে ঢুকে তল্লাশী চালালোর পর কাউকে কোন কিছু না বলে ক্যাম্পে চলে গেছে বলে জানা যায়।