মিজোরামে জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের সাথে ইউপিডিএফের সম্পৃক্ততার প্রমাণ

হিল ভয়েস, ১২ জুলাই ২০২৫, বিশেষ প্রতিবেদক: গত জানুয়ারি (২০২৫) মাসে ভারতের মিজোরাম রাজ্যে মিজোরাম পুলিশ কর্তৃক ৫ ব্যক্তিসহ যে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়, সেই অস্ত্র ও গোলাবারুদ পাচারের সাথে পার্বত্য চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

গতকাল (১১ জুলাই) শুক্রবার ভারতের সন্ত্রাস বিরোধী আইন বাস্তবায়নকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) কর্তৃক মিজোরামের রাজধানী আইজলের আদালতে উপস্থাপিত চার্জশীটে উক্ত অস্ত্র পাচারের সাথে ইউপিডিএফের সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়।

মিজোরাম পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত এবং ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি’র চার্জশীটে অন্তর্ভুক্ত ৫ ব্যক্তি হলেন- লালবিয়াকচাংগা ওরফে ডিভিড ওরফে ডেভিড, লালথমচেউভা ওরফে থওমা, মালসওমা ওরফে মালসওমা লনচেও, রুয়াললিয়ানসাংগা ওরফে সাংগা এবং আলোক বিকাশ চাকমা।

জানা গেছে, চার্জশীটে বলা হয়, ঘটনার দুই মাস পর ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি মামলার দায়িত্ব গ্রহণ করে, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ভিত্তিক জঙ্গী সংগঠন ইউপিডিএফের (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) সশস্ত্র সদস্যদের নিকট নিষিদ্ধ অস্ত্র ও গুলি সরবরাহের জন্য অভিযুক্তদের কর্তৃক এক অপরাধমূলক ষড়যন্ত্র উন্মোচন করে।

উল্লেখ্য, মূলত মিজোরাম পুলিশ কর্তৃক গত ১৫ জানুয়ারি ২০২৫ উক্ত মামলাটি দায়ের করা হয়। এর পূর্বে পুলিশ মিজোরামের মামিট জেলার সাইথা গ্রাম থেকে ৬টি একে ৪৭ রাইফেল, ১৩টি ম্যাগাজিন ও ১০,০৫০ রাউন্ড গুলি সহ উক্ত পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে আলোক বিকাশ চাকমা ইউপিডিএফের চিহ্নিত অস্ত্র পাচারের এজেন্ট বলে জানা যায়।

More From Author