মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণকালে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত ও আহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালনার্থে জাতীয় পতাকা অর্ধনমিত রেখেছে পিসিজেএসএস

হিল ভয়েস, ২২ জুলাই ২০২৫, রাঙ্গামাটি: রাজধানী ঢাকায় মাইলস্টোন স্কুল এণ্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত ও আহত হওয়ার ঘটনায় রাষ্ট্রীয় শোক পালনার্থে জাতীয় পতাকা অর্ধনমিত রেখেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।

এছাড়াও উক্ত যুদ্ধবিমান বিধ্বস্তের দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের প্রতি গভীর শ্রদ্ধা ও আহত শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে শোকবার্তা দিয়েছে পিসিপি ও এইচডব্লিউএফ।

উল্লেখ্য গতকাল ২১ জুলাই ২০২৫, সোমবার দুপুরের দিকে রাজধানীর ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় স্কুল ভবনে। এতে অনেক শিক্ষার্থী ও শিক্ষকের প্রাণহানি ঘটে এবং অনেক শিক্ষার্থী আহত হয়ে বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।

উক্ত যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর রিপোর্ট অনুযায়ী উক্ত যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আজ ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত মোট ৩১ জন নিহত ও ১৬৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এতে ঘটনাস্থলে হতাহতের মধ্যে ছিলেন রাঙ্গামাটির সন্তান সপ্তম শ্রেণির ছাত্র উক্য চিং মারমা। যার শরীরের শতভাগ অংশ দগ্ধ হয় এবং রাত ২ টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

উক্য চিং মারমার বাড়ি রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের কলেজপাড়ায়। বাবা উসাইমং রাজস্থলী উপজাতীয় আবাসিক উচ্চবিদ্যালয়ের শিক্ষক, মা ডেইজি মারমা বান্দরবানের রুমা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শিক্ষক বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন উক্য চিং মারমা।

More From Author