বাঘাইছড়িতে সংস্কারপন্থী সন্ত্রাসী কর্তৃক এক জুম্ম অপহৃত, পরে পুলিশের নিকট হস্তান্তর

0
829

হিল ভয়েস, ১৮ মার্চ ২০২১, রাঙ্গামাটি: সেনামদদপুষ্ট সংস্কারপন্থী সন্ত্রাসীদের কর্তৃক রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলা সদরের বাজার থেকে এক নিরীহ জুম্ম যুবক অপহরণ ও বেদম মারধরের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে সন্ত্রাসীরা ওই যুবককে পুলিশের নিকট হস্তান্তর এবং মিথ্যা মামলায় জড়িত করেছে বলে জানা গেছে।

অপহরণের শিকার ওই যুবকের নাম সুমন চাকমা (৩৩), পীং-মারি চাকমা, গ্রাম-লাম্বাছড়া, বাঘাইছড়ি ইউনিয়ন, বাঘাইছড়ি। অপহৃত সুমন চাকমা পেশায় একজন মোটর সাইকেল চালক, ভাড়ায় যাত্রী আনা-নেওয়া করে থাকেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ১৭ মার্চ ২০২১ সকাল আনুমানিক ৯:৩০ টার দিকে সংস্কারপন্থীদের একটি দল পিস্তল ঠেকিয়ে সুমন চাকমাকে উপজেলা সদরের বাজার থেকে অপহরণ করে নিয়ে যায়। এসময় সুমন চাকমা মোটর সাইকেলে যাত্রী নিয়ে বাজারে গিয়েছিল।

অপহরণের পর গ্রামের মুরুব্বিরা সুমন চাকমার মুক্তি নিয়ে সংস্কারপন্থীদের সাথে যোগাযোগ করলে সংস্কারপন্থীরা অপহরণের বিষয়টি অস্বীকার করে। কিন্তু পরে সংস্কারপন্থী সন্ত্রাসীরাই সুমন চাকমাকে ব্যাপক মারধর করে বিকাল ৪:০০ টার দিকে বাঘাইছড়ি পুলিশের নিকট হস্তান্তর করে।

জানা গেছে, সন্ত্রাসীরা সুমন চাকমাকে ইতোমধ্যে দায়েরকৃত এক মামলায় অজ্ঞাতনামা হিসেবে মিথ্যাভাবে জড়িত করেছে।