বাঘাইছড়িতে গ্রেপ্তারকৃত সুমন চাকমার মুক্তি এবং মোটর সাইকেল চালকদের নিরাপত্তার দাবি

0
669

হিল ভয়েস, ৪ এপ্রিল ২০২১, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলা সদরের জুম্ম মোটর সাইকেল চালকগণ ইতোপূর্বে গ্রেপ্তারকৃত মোটর সাইকেল চালক সুমন চাকমার নি:শর্ত মুক্তি এবং এলাকার মোটর সাইকেল চালকদের জীবন ও তাদের মোটর সাইকেলের নিরাপত্তার দাবি জানিয়েছেন। এছাড়া সুমন চাকমার গ্রেপ্তার, সংস্কারপন্থীদের কর্তৃক মোটর সাইকেল চালকদের অপহরণ, মুক্তিপণ ও মেরে ফেলার হুমকি এবং বিজিবি কর্তৃক মোটর সাইকেল চালকদের প্রেস বিবৃতি ও ৫টি মোটর সাইকেল তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে তারা ঐ এলাকায় বর্তমানে যাত্রী বহন বন্ধ রেখেছেন।

আজ ৪ এপ্রিল ২০২১ সন্ধ্যার দিকে বাঘাইছড়ির মোটর সাইকেল চালকদের পক্ষ থেকে জ্যোতিরায় চাকমা, চিকো চাকমা, কল্যাণমিত্র চাকমা, রিকেন চাকমা, হিরো চাকমা, রিকো চাকমা ও মন্টু চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবি, প্রতিবাদ ও সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘বিগত ১৭ মার্চ ২০২১ উপজেলা সদর থেকে আমাদের মোটর সাইকেল চালক সুমন চাকমা (৩০), পিতা-মারি কুমার চাকমা, গ্রাম-লাম্বাছড়া, বাঘাইছড়ি ইউনিয়ন, বাঘাইছড়ি উপজেলা, রাঙ্গামাটি জেলাকে বিজিবি কর্তৃক উপজেলা সদর থেকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি নিরপরাধ হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হয়নি।

যেহেতু আমরা উপজেলা সদরে মোটর সাইকেল নিয়ে গেলে আমাদেরকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করা হয় সেই কারণে আমরা বাঘাইছড়ি উপজেলা সদরে মোটর সাইকেল না নিয়ে যাওয়ার জন্য মোটর সাইকেল সমিতির সকলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি।
আরও উদ্বেগজনক যে, গত ২ এপ্রিল ২০২১ বাঘাইছড়ি উপজেলা সদরের বাবুপাড়ায় অবস্থানকারী সংস্কারপন্থী খ্যাত জেএসএস (এম এন লারমা) এর পক্ষ থেকে ফোনে আমাদেরকে জানানো হয় যে, ৪ এপ্রিল ২০২১ তারিখ থেকে মোটর সাইকেল চালানো বন্ধ না করলে পেট্রোল দিয়ে মোটর সাইকেল পুড়িয়ে দেওয়া হবে এবং চালকদেরকে অপহরণ করা হবে। এও বলা হয় যে, অপহরণ করলে ১০/১২ লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে, না হলে মেরে ফেলা হবে।

এমতাবস্থায় আমাদের জীবন ও মোটর সাইকেলের নিরাপত্তার স্বার্থে আমরা মোটর সাইকেল চালকগণ মোটর সাইকেল চালানো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। বিষয়টি প্রশাসনসহ সকলকে অবহিত করার জন্য আজ (৪ এপ্রিল ২০২১) সকাল আনুমানিক ১০:০০ টায় উগলছড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে মোটর সাইকেল চালকগণের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, মারিশ্যা বিজিবি জোন থেকে একদল বিজিবি সদস্য এসে উক্ত সংবাদ সম্মেলনটি বন্ধ করে দেয় এবং যাওয়ার সময় বিজিবি সদস্যরা মোটর সাইকেল চালকদের পক্ষ থেকে প্রস্তুতকৃত সংবাদবিবৃতির সকল কপি ও ৫ টি মোটর সাইকেল আটক করে তুলে নিয়ে যায়।’

উল্লেখ্য, গত ১৭ মার্চ ২০২১ সকাল আনুমানিক ৯:৩০ টার দিকে সংস্কারপন্থীদের একটি দল পিস্তল ঠেকিয়ে সুমন চাকমাকে উপজেলা সদরের বাজার থেকে অপহরণ করে নিয়ে যায় এবং বেদম মারধর করে। পরে সন্ত্রাসীরা সুমন চাকমাকে বিজিবি’র নিকট হস্তান্তর করে। এরপর বিজিবি সুমন চাকমাকে পুলিশের নিকট হস্তান্তর করে এবং মিথ্যা মামলায় জড়িত করে সুমন চাকমাকে জেলহাজতে প্রেরণ করা হয় বলে জানা যায়।