প্রসীতপন্থী ইউপিডিএফ কর্তৃক এক ত্রিপুরা জুমচাষী মারধরের শিকার

হিল ভয়েস, ২৫ এপ্রিল ২০২৫, রাঙ্গামাটি: গত ২৩ এপ্রিল ২০২৫ খ্রি. বিকাল আনুমানিক ৪টার দিকে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন ৯ নাম্বার এলাকার নতুন পাড়ায় ভূবনময়  ত্রিপুরা (৪০), পিতা: অলিন ত্রিপুরা, মাতা: কতেন্দ্রী ত্রিপুরা নামে এক নিরীহ জুমচাষী প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ এর সশস্ত্র গ্রুপ কর্তৃক মারধরের শিকার হওয়ার খবর পাওয়া গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কয়েক মাস আগে সেখানে অবস্থানরত ইউপিডিএফের (প্রসীত পন্থী) একটি সশস্ত্র গ্রুপ সেখানকার স্থানীয় গ্রামবাসীদের অর্থনৈতিকভাবে বেঁচে থাকার একমাত্র সম্বল জুমচাষের উপর নিষেধাজ্ঞা জারি করে। পরে গ্রামের কার্বারীসহ স্থানীয়রা মিলে ইউপিডিএফের সশস্ত্র গ্রুপের কমান্ডারের সাথে আলোচনা করে জুম চাষের অনুমতি আদায় করে।

গতকাল (২৪ এপ্রিল) অন্যান্য জুমচাষীদের মতন ভূবনময় ত্রিপুরা সন্তান ও স্ত্রীকে নিয়ে জুমে যায়। বিকাল আনুমানিক ৪টার দিকে ইউপিডিএফের নতুন আরেক সশস্ত্র গ্রুপ এসে ভূবনময় ত্রিপুরাকে একা রেখে তার স্ত্রী-সন্তানদেরকে বাড়িতে পাঠিয়ে দেয় ।

এরপর প্রসীত পন্থী ইউপিডিএফের সশস্ত্র দলটি ভূবনময়কে দূরে ডেকে নিয়ে মারাত্মকভাবে মারধর করে। মারধরের ফলে ভূবনময় ত্রিপুরার শরীরের বিভিন্ন জায়গা আঘাতপ্রাপ্ত হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পাড়ার এক বাসিন্দা বলেন, জুম চাষের অনুমতি দিয়ে এভাবে মারধর করা কখনো ভালো কাজ হতে পারে না। এ ধরনের অন্যায় বন্ধ করা দরকার।

More From Author

+ There are no comments

Add yours