হিল ভয়েস, ২৬ আগস্ট ২০২৫, বান্দরবান: সেনা অভিযানের সময় সেনাবাহিনী কর্তৃক থানচি থেকে আটককৃত ৩ জুম্ম গ্রামবাসীকে গতকাল (২৫ আগস্ট) রাত ৮টার দিকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সেনাবাহিনী আটককৃত ৩ জনকে বলিবাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদরদপ্তর থেকে কার্বারি ব্রহ্মদত্ত চাকমার নিকট ছেড়ে দেয় এবং তারা নিজেদের ঘরে ফিরে আসে বলে জানা গেছে।
আটকের সময় তিন গ্রামবাসীর কাছে ‘শান্তিবাহিনী কোথায় থাকে, কখন আসে, তাদের কী কী নাম ইত্যাদি’ নানা প্রশ্ন জিজ্ঞাসবাদ করা হয়। আটককৃতদের মধ্যে করুণাময় চাকমাকে লাঠি দিয়ে মারধর করা হয় বলে জানা যায়।
উল্লেখ্য, গত ২২ আগস্ট ২০২৫ হতে আলীকদম সেনা জোনের ৩১ বীর এবং রুমা সেনা জোনের ৩৬ বীর এর সেনাবাহিনীর কয়েক শত সদস্য বিভিন্ন দলে বিভক্ত হয়ে থানচি, রুমা ও রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন জুম্ম গ্রামে নির্বিচারে সামরিক অভিযান শুরু করে এবং এখনো তা চলমান রয়েছে।
এই অভিযানে গতকাল ২৫ আগস্ট, দুপুর ১:০০ টার দিকে সেনাবাহিনী থানচি উপজেলার বলীবাজার ইউনিয়নের ব্রহ্মদত্ত পাড়া গ্রামের ৩ নিরীহ জুম্ম গ্রামবাসীকে আটক করে। আটককৃত ব্যক্তিরা হলেন- নয়নজ্যোতি চাকমা (৪৫), পীং-জ্ঞানময় চাকমা; করুণাময় চাকমা (৪০), পীং-মোহনবাঁশি চাকমা ও দয়াময় চাকমা (৩০), পীং-ললিত চন্দ্র চাকমা।
+ There are no comments
Add yours