হিল ভয়েস, ৪ আগষ্ট ২০২৫, বান্দরবান: বান্দরবান সদর জোনের নিয়ন্ত্রণাধীন নীলগ্রী ক্যাম্পের সেনাবাহিনী কর্তৃক থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের নাইক্কোং পাড়া থেকে তিনজন জুম্মকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি গতকাল রবিবার (৩ আগষ্ট) সকাল বেলায় সংঘটিত হয়েছে বলে জানা যায়।
গ্রেফতারকৃতরা হলেন- ১। মমং সিং মারমা (২৮), পিতাঃ মংহ্লাচিং মারমা, গ্রামঃ নারাইগ্রি, থানাঃ চন্দ্রঘোনা, কাপ্তাই; ২। ওয়াংসই মারমা (২৮), পিতাঃ মং ওয়াই সই মারমা, গ্রামঃ ডাকসু পাড়া, থানাঃ থানচি এবং ৩। নমংসিং মারমা ( ২৫), পিতাঃ উচাপ্রু মারমা, গ্রামঃ বলিবাজার, থানাঃ থানচি।
গ্রেফতারের সময় সেনাবাহিনী ১ টি গাদা বন্দুক ও ০৫ রাউন্ড গুলি গুঁজে দিয়েছে বলে জানা গেছে। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে কিনা এ রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা যায়নি।