জুরাছড়িতে ব্যাপক সেনা অভিযান, বাড়ি তল্লাসী

0
671
ছবি : প্রতিকী

হিল ভয়েস, ১৪ ডিসেম্বর ২০২৩, জুরাছড়ি: রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলায় সেনাবাহিনী কর্তৃক মৈদং ইউনিয়নে ব্যাপক সেনা অভিযানের খবর পাওয়া গেছে। অভিযানের সময় অন্তত ২ গ্রামবাসীর বাড়ি তল্লাসী ও জিনিসপত্র তছনছ করার অভিযোগ পাওয়া যায়।

গতকাল ১৩ ডিসেম্বর ও আজ ১৪ ডিসেম্বর জুরাছড়ি উপজেলাধীন বনযোগীছড়া জোনের অধীন শিলছড়ি ও ফকিরাছড়ি সেনা ক্যাম্প হতে জনৈক লেফটেন্যান্ট ও নায়েক সুবেদার তোহিদ এর নেতৃত্বে ১৮ জনের একটি সেনা টহলদল প্রথমে হাজাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালযে অবস্থান নেয়।

সেখান থেকে আজ সকাল ৯.৪৫ ঘটিকার সময় শরৎ কুমার চাকমা, পীং- মৃত সতীশ চন্দ্র চাকমার বাড়িটি তল্লাসী চালায়।

এরপর দুপুর ২.৩০ ঘটিকার সময় ৩নং মৈদং ইউনিয়নের ২নং ওয়ার্ডের বসন্ত চাকমা, পীং- মৃত মরত্তো চাকমার বাড়িতে ব্যাপক তল্লাসী চালায়। তল্লাসীর সময় তার বাড়ির আসবাবপত্র তছনছ ও তার ব্যাবসায়ীক খাতা-পত্র ও তার নিজস্ব ব্যাংকের চেক বই ছিড়ে ফেলে দেয় বলে জানা যায়।

এছাড়াও, সেনাসদস্যরা ওই দুটি বাড়ি তল্লাসী বাদেও ঐ গ্রামের দোকানগুলিটে ব্যাপক তল্লাসী চালায়। এবং রাস্তাঘাটে গ্রামবাসীদেরকে তোমরা রাস্তাঘাট উন্নয়ন হতে দাও না কেন? সন্ত্রাসীরা আসলে আমাদেরকে কেন খবর দাও না, সন্ত্রাসী কোথায়? সন্ত্রাসী কোথায় তোমরা জান ইত্যাদি হয়রানিমূলক প্রশ্ন করে এবং নানারকম ভাবে ভয়-ভীতি দেখিয়ে গ্রামবাসীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে।