চুকনগর গণহত্যায় আত্মোৎসর্গকারীদের স্মরণে ঐক্য পরিষদের প্রদীপ প্রজ্বলন

0
317

হিল ভয়েস, ২০ মে ২০২২, ঢাকা: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে খুলনার চুকনগরে গণহত্যায় আত্মোৎসর্গকারীদের স্মরণে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আজ প্রদীপ প্রজ্বলনের কর্মসূচী পালন করা হয়।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে খুলনার চুকনগরে সংঘঠিত গণহত্যায় আত্মোৎসর্গকারীদের স্মরণে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচীর অংশ হিসেবে আজ শুক্রবার (২০ মে) সন্ধ্যা ৬.৩০টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অর্ধসহ¯্রাধিক প্রদীপ প্রজ্বলন করে।

উল্লেখ্য, জেনারেল এরশাদের শাসনামলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অষ্টমসংশোধনী হিসেবে রাষ্ট্র ধর্ম বিল উত্থাপনের প্রতিবাদে ১৯৮৮ সালের ২০ মে ধর্মীয় বৈষম্য বিরোধী মানবাধিকারের আন্দোলন গড়ে তোলার লক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গঠিত হয়।

আবার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে একই দিনে পাকিস্তানী হানাাদার দখলদার বাহিনী তাদের এদেশীয় দোসরদের নিয়ে খুলনার চুকনগরে প্রায় দশ থেকে বার হাজার বাঙ্গালীকে হত্যা করে। পৃথিবীর ইতিহাসে এক দিনে এত লোকের হত্যাকান্ড আর কোথাও ঘটেনি।

সংগঠনের উদ্যোগে একই কর্মসূচী পালিত হয়েছে খুলনার চুকনগরের বধ্য ভূমিতে।