হিল ভয়েস, ১৫ আগস্ট ২০২৫, রাঙ্গামাটি: সম্প্রতি রাঙ্গামাটি জেলার কাপ্তাই ও বিলাইছড়ি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী কয়েকদিন ধরে হয়রানিমূলক সেনা টহল অভিযান চালায় বলে খবর পাওয়া যায়। এতে এলাকাবাসীর মধ্যে ভীতির সঞ্চার হয় এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট হতে ১৩ আগস্ট, তিন দিন ধরে ৩৮ বীর কাপ্তাই সেনা জোনের জনৈক কমান্ডারের নেতৃত্বে সেনা জোন ও স্থানীয় বিজিবি ক্যাম্পের সেনা ও বিজিবি সদস্যদের ৫০ জনের একটি যৌথ দল কাপ্তাইয়ের চিৎমরম ইউনিয়ন এলাকায় অভিযান চালায়। এসময় সেনা ও বিজিবি সদস্যরা চিৎমরমের বটতলী পাড়া, বামনী পাড়া, চিৎমরম বড় পাড়া এবং ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারের আশেপাশের এলাকায় ব্যাপক তল্লাসি অভিযান চালায়। এসময় পথচারী ও এলাকার জনগণকে নানা প্রশ্ন জিজ্ঞাসাবাদ করা হয়, তল্লাসি করা হয়। এসময় এলাকার জনগণের মধ্যে ভীতির সঞ্চার হয় এবং স্বাভাবিক জীবনযাত্রা বাধাগ্রস্ত হয়। এছাড়া সেনা ও বিজিবি সদস্যরা সামরিক পোশাক পরিহিত অবস্থায় চিৎমরম বৌদ্ধ বিহারের রেস্ট হাউজে অবস্থান করে বলে জানা যায়।
অপরদিকে, ৩২ বীর বিলাইছড়ি সেনা জোনের আওতাধীন বরকলক শহীদ আতিয়ার সেনা ক্যাম্প ও ধুপশীল সেনা ক্যাম্প হতে দুটি সেনাদল একত্রিত হয়ে টহল অভিযানে বের হয়ে গত ১০ আগস্ট ২০২৫ বিলাইছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দীঘলছড়ি মোনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাত্রিযাপন করে বলে জানা যায়। এরপর তারা ১১ আগস্ট, সকালে বিলাইছড়ি ইউনিয়নের বিলাইছড়ি মোন নামক পাহাড়ের নিরিবিলি কুটির হয়ে হেঁটে কেংড়াছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পরিহলা মোন পাড়া নামক গ্রামে যায়। সেখানে কিছু সময় থাকার পর তারা বাঙালকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে অবস্থান নেয়।
ঐদিন (১১ আগস্ট) বিলাইছড়ি সেনা জোন হতে আরও একটি সেনাদল ইঞ্জন চালিত বোটযোগে বাঙালকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে অন্য সেনাদলের সাথে যোগ দেয়। পরে বিলাইছড়ি সেনা জোনের দলটি তাগলকছড়া গ্রামে গিয়ে এক রাত্রি যাপন করে ১২ আগস্ট বাঙালকাটা হয়ে সেনা জোনে ফিরে যায়। একইদিন শহীদ আতিয়ার সেনা ক্যাম্প ও ধুপশীল সেনা ক্যাম্প এর যৌথ সেনাদলটি পরিহলা মোন পাহাড়ে টহল অভিযান চালিয়ে আবার বাঙালকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিরে আসে।
সেনাবাহিনীর এই টহল অভিযানের ফলে আশেপাশের জুম্ম গ্রামবাসীদের মধ্যে ভীতির সৃষ্টি হলে তার স্বাভাবিক চলাচল ও কাজকর্ম ব্যহত হয় বলে জানা যায়।
+ There are no comments
Add yours