আলীকদমেও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু, আক্রান্ত প্রায় তিন শতাধিক

0
704

হিল ভয়েস, ১৩ জুন ২০২২, বান্দরবান: বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত ৭ দিন আগে ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়াও ঐ ইউনিয়নে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে শিশুসহ প্রায় তিন শতাধিক ও আশঙ্কাজন ৪১ জনসহ প্রায় প্রতিটি ঘরে ঘরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী রয়েছে।

গত বুধবার (১ জুন) থেকে মঙ্গলবার (৭ জুন) বিকাল পর্যন্ত ৭ দিনের ব্যবধানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ইয়ুংচা পাড়ায় ১ জন ও মাংরুম পাড়ায় ১জন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আলীকদম কুরুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতং ম্রো।

সারদা পাড়ার কার্বারী সারদা ত্রিপুরা ও সাবেক মেম্বার চিনপাত ম্রো বলেন, ডায়রিয়ার পাশাপাশি জ্বর ও বমি হচ্ছে অনেকের। অর্থনৈতিক সংকট ও যোগাযোগ ব্যবস্থার অসুবিধায় সন্তানকে নিয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিতে যেতে পারছে না তারা। হাসপাতালে গেলেও বিভিন্ন ঔষুধ দোকান থেকে কিনতে হয়।

নিপিও ম্রো বলেন, প্রতিবছর শুকনো মৌসুমে পাহাড়ের গ্রামগুলোতে খাবার পানির তীব্র সংকট দেখা দেয়। পাহাড়ে রিংওয়েল না থাকায় পাহাড়ে বসবাসরতরা বাধ্য হয়ে ঝিরি ও ঝর্ণার পানি পান করেন। মূলত এসব কারণেই দূষিত পানি পান করায় পাড়াগুলোতে ডায়রিয়া ছড়িয়ে পড়েছে।

চেয়ারম্যান ক্রাতং ম্রো বলেন, কয়েকদিন ধরে কুরুকপাতার দুর্গম কয়েকটি পাড়ায় ডায়রিয়ায় প্রকোপ বেড়েছে। আক্রান্তদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে খবর পেয়ে আমি পাড়াগুলো পরিদর্শন করি।

চেয়ারম্যান ক্রাতং ম্রো আরো বলেন, বর্তমানে বিভিন্ন পাড়ায় ডায়রিয়া আক্রান্ত হয়ে শতাধিক ব্যক্তি রয়েছে এবং বর্তমানে কিছু কিছু ব্যক্তিকে খাওয়ার স্যালাইন ও ডায়রিয়া স্যালাইন দেওয়া হয়েছে। আরো অনেক গ্রাম আছে এখন চিকিৎসা ও ওষুধ পত্র সেবা দেওয়া সম্ভব হয়নি।

বান্দরবানের আলীকদমে উপজেলায় ডায়রিয়ায় ২ জনের মৃত্যুর সংবাদ পাওয়ার পরও ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়া ওই এলাকায় বিশুদ্ধ খাবার পানি, খাবার স্যালাইন ও বিভিন্ন ওষুধ নিয়ে কোন মেডিক্যাল টিম ঘটনাস্থলে যায়নি। কয়েকজন মানবতার সেবায় নিজের স্বেচ্ছায় এসে কিছু মেডিসিন ও খাওয়ার স্যালাইন দিয়ে গেছেন।

অন্যদিকে, গত বৃহস্পতিবার (৯ জুন) থেকে রোববার (১২ জুন) পর্যন্ত বান্দরবানের থানচি উপজেলায় দুর্গম ৫টি পাড়ায় ডায়রিয়ার প্রাদুর্ভাবে শিশুসহ ৪ জনের মৃত্যু ও প্রায় অর্ধশতাধিক আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।