আগামীকাল খুলনায় পার্বত্য চুক্তি বাস্তবায়ন আন্দোলনের সংহতি মতবিনিময়

0
158

হিল ভয়েস, ২৪ মে ২০২৪, খুলনা: আগামীকাল (২৫ মে) বিকাল ৩ টায় খুলনা প্রেসক্লাবে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সম্মিলিত বৃহত্তর আন্দোলন গড়ে তুলুন’ এই শ্লোগান দিয়ে এক সংহতি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানের আয়োজক ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন’ নামক একটি নাগরিক প্লাটফর্ম।

উক্ত মতবিনিময় সভা উপলক্ষে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন’-এর পক্ষ থেকে একটি প্রচারপত্রও প্রকাশ করা হয়েছে এবং তা খুলনা শহরে জনগণের মধ্যে বিলি করা হয়েছে।

প্রচারপত্রে পার্বত্য চট্টগ্রাম চুক্তির দ্রুত ও যথাযথ বাস্তবায়ন করে পার্বত্য সমস্যার স্থায়ী সমাধানের জন্য ৫ দফা এবং সমতলের আদিবাসীদের জন্য ২টি পৃথক দাবি উত্থাপন করা হয়েছে।

পার্বত্য সমস্যার স্থায়ী সমাধানের জন্য দাবিগুলি হল:

১. পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের জন্য সময়সূচি ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন করে চুক্তির দ্রুত ও যথাযথ বাস্তবায়ন করতে হবে।
২. পাহাড়ে সামরিক কর্তৃত্ব ও পরোক্ষ সামরিক শাসনের স্থায়ী অবসান করতে হবে।
৩. আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদকে প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক করা এবং স্থানীয় শাসন নিশ্চিত করতে পার্বত্য চুক্তি মোতাবেক এসব পরিষদের যথাযথ ক্ষমতায়ন করতে হবে।
৪. পার্বত্য ভূমি সমস্যার স্থায়ী সমাধানের জন্য পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনকে কার্যকরের মাধ্যমে অভ্যন্তরীণ উদ্বাস্তু ও ভারত প্রত্যাগত জুম্ম শরণার্থীদের পুনর্বাসন করে তাঁদের ভূমি অধিকার নিশ্চিত করতে হবে।
৫. দেশের মূল স্রোতধারা অর্থনৈতিক অগ্রগতি ও স্থায়ীত্বশীল উন্নয়নে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে।

সমতলের আদিবাসীদের জন্য দাবি সমূহ:

১. ইউনিয়ন পরিষদ সহ সকল স্তরের স্থানীয় সরকারে সমতলের আদিবাসীদের জন্য বিশেষ আসন সংরক্ষণ এবং আদিবাসী জনগণের জীবনমান উন্নয়নে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

২. সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করতে হবে।

উল্লেখ্য যে, দেশের বিশিষ্ট নাগরিকদের নিয়ে গঠিত ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন’ নামে এই প্লাটফর্মটি গঠনের পরপরই গত ২০ ডিসেম্বর ২০২২ ঢাকায় প্রথমবার পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে গণমিছিল ও সংহতি সমাবেশের আয়োজন করে।

এরপর পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন সহ আদিবাসীদের অধিকারের স্বপক্ষে এই প্লাটফর্মের উদ্যোগে ৩১ জানুয়ারি ২০২৩ চট্টগ্রামের লালদীঘির পাড়ে চট্টগ্রাম বিভাগীয় সংহতি সমাবেশ ও গণমিছিল; ২০ মার্চ ২০২৩ রংপুর বিভাগীয় সংহতি সমাবেশ ও গণমিছিল; ৫ জুন ২০২৩ ময়মনসিং বিভাগীয় সংহতি সমাবেশ ও গণমিছিল; ২২ সেপ্টেম্বর ২০২৩ সিলেট বিভাগীয় সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

এছাড়াও এই প্লাটফর্মের উদ্যোগে ৮ এপ্রিল ২০২৩ ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে দেশবাসীর দায় ও করণীয়’ করণীয় শীর্ষক মতবিনিময় সভা; ২৫ জুলাই ২০২৩ ঢাকার জাতীয় জাদুঘরের সামনে পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে মিছিল, ছাত্র ও যুব সংহতি সমাবেশ; ২৭ সেপ্টেম্বর ২০২৩ ঢাকার জাতীয় প্রেসক্লাবে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে রাজনৈতিক দলসমূহের অঙ্গীকার ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা; ৫ নভেম্বর ২০২৩ পার্বত্য চুক্তি বাস্তবায়নের আন্দোলন বেগবান করার জন্য রাজনৈতিক দলসমূহকে প্লাটফর্মের পক্ষ থেকে খোলা চিঠি প্রদান; ২৩ ডিসেম্বর ২০২৩ প্লাটফর্মটির ১ম বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সংহতি আলোচনা এবং ১৯ মার্চ ২০২৪ ঢাকায় প্রেসক্লাব থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত চুক্তি বাস্তবায়নের স্বপক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।