নাইক্ষ্যংছড়িতে রোহিঙ্গা সন্ত্রাসীদের কর্তৃক তঞ্চঙ্গ্যা যুবককে অপহরণ, পরে মারধর

হিল ভয়েস, ২৯ জানুয়ারি ২০২৬, বান্দরবান: গতকাল (২৮ জানুয়ারি) রোজ বুধবার রাত আনুমানিক ৭:৩০ ঘটিকার সময়ে বান্দরবান জেলাধীন নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফাত্রাছড়ি এলাকায় “নুরু গ্রুপ” নামে রোহিঙ্গা ডাকাতদল কর্তৃক উজ্জ্বল তঞ্চঙ্গ্যা (২৬), পিতা: সুমোহন তঞ্চঙ্গ্যা, মাতা: ক্যএচিং তঞ্চঙ্গ্যা অপহরণ করে বেধড়ক মারধরের অভিযোগ পাওয়া গেছে।

সূত্র মোতাবেক, গতকাল সন্ধ্যার দিকে উজ্জ্বল তঞ্চঙ্গ্যা ও তার দুই বাঙালি বন্ধু মিলে ফাত্রাছড়ির একটি ইটের ভাটার পাশে গল্প করছিলেন। উক্ত স্থানে হঠাৎ টমটম যোগে একদল রোহিঙ্গা ডাকাত (স্থানীয় ভাষায় যাদেরকে ‘নুরু গ্রুপ’ হিসেবে চিহ্নিত করা হয়) এসে উজ্জ্বল তঞ্চঙ্গ্যাকে জোরপূর্বক পাশের একটি পাহাড়ে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। পরে উজ্জ্বল তঞ্চঙ্গ্যা’র দুই বাঙালি বন্ধু রোহিঙ্গা ডাকাতদের অনুরোধ করে তাকে উদ্ধার করে নিয়ে আসে।

এর আগেও গত ২৪ জানুয়ারি রোহিঙ্গা সন্ত্রাসীদের কর্তৃক তিনজন তঞ্চঙ্গ্যা গ্রামবাসী মারধরের শিকার হয়। যার মধ্যে একজন মানসিক ভারসাম্যহীন যুবক এবং একজন নারী ও একজন পুরুষ রয়েছেন।

উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী এবং ডাকাত চক্রের সন্ত্রাসী কার্যক্রম মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে বলে জানা যায়।

স্থানীয়দের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের প্রত্যক্ষ মদদে নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী অঞ্চলে রোহিঙ্গা সন্ত্রাসীরা তাদের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। যা ক্রমে সেখানকার জুম্মদের স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব ফেলতে শুরু করেছে। বর্তমানে সেখানকার জুম্মরা অর্থনৈতিক, সামাজিক নিরাপত্তা এবং জীবনের নিরাপত্তা শঙ্কায় দিনাতিপাত করছেন বলে জানা গেছে।

More From Author