হিল ভয়েস, ১৯ জানুয়ারি ২০২৬, বান্দরবান: আজ রোজ সোমবার (১৯ জানুয়ারি) আলীকদমের ম্রো জনগোষ্ঠীর ওপর কুখ্যাত ডাকাত জাফর আলম ও তার রোহিঙ্গা, সেটেলার বাঙালি বাহিনীর নৃশংস হামলার ঘটনার তীব্র প্রতিবাদ ও হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে বান্দরবান শহরের প্রেসক্লাব প্রাঙ্গনে বাংলাদেশ ম্রো স্টুডেন্টস্ এসোসিয়েশন (বিএমএসএ), বান্দরবানের সর্বস্তরের আদিবাসী ছাত্র জনতা উদ্যাগে এক বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়।
উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদান করেন, মানবাধিকার অ্যাক্টিভিস্ট জন ত্রিপুরা, এডভোকেট উমংসিং মারমা এবং আদিবাসী ছাত্র জনতা পক্ষ থেকে সিংওয়াই মং মারমা, উমংসিং মারমা, রংথোয়াইং ম্রো, উবাথোয়াই মারমা, বিটন তঞ্চংগ্যা এবং নেলসন ত্রিপুরা প্রমুখ।
এই সময় প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, ঘটনার ৪৮ ঘন্টা অতিবাহিত হওয়ার পরও কেন প্রশাসন এখনো দোষীদের গ্রেফতার করতে পারছেন না এটা অত্যন্ত দুঃখজনক। অপরাধীদের কোনো জাত-পাত নেই। পার্বত্য চট্টগ্রামে রোহিঙ্গাদের প্রবেশ বন্ধ করতে হবে। বন্ধ করতে রোহিঙ্গাদের উৎপাত।
বক্তারা আরো বলেন, আলীকদমের ম্রোদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হামলায় আহতদের চিকিৎসার ব্যয়ভার সেখানকার প্রশাসনকে সম্পূর্ণভাবে বহন করতে হবে।
সবশেষে সমাবেশের মধ্য থেকে জাফর আলম ও তার পোষ্য রোহিঙ্গা ডাকাতদের প্রশাসনকে গ্রেফতারের (অন্তত ৫–১০ জনকে) আগামী সাত দিনের মধ্যে অর্থাৎ ২০-২৬ জানুয়ারি, সোমবার, রাত ১১ টা ৬৯ মিনিট অবদি আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথা ৭ টি উপজেলার ম্রো অধ্যুষিত অঞ্চলগুলোতে লাগাতার বিক্ষোভ সমাবেশ করা হবে এবং দাবি পূরণ না হওয়া অবদি সবশেষে চিম্বুক রেঞ্জ পুরোপুরি ব্লকেড করা হবে বলে দাবি করা হয়।
+ There are no comments
Add yours