বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক শাখার পঞ্চম সম্মেলন সম্পন্ন

হিল ভয়েস, ১৭ জানুয়ারি ২০২৬, রাঙ্গামাটি: গত (১৫ জানুয়ারি) রোজ বৃহস্পতিবার ‘আদিবাসী হিসাবে সাংবিধানিক স্বীকৃতিসহ পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে আদিবাসী জুম্ম জনগণের মধ্যে ঐক্য ও সংহতি জোরদার করুন’-এই স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটি সদরস্থ নিউ মার্কেটের আশিকা কনভেনশন মিলনায়তনে বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক শাখার পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ডাঃ গজেন্দ্রনাথ মাহাতো, বাংলাদেশ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এন্ড্রু জুয়েল সলমার, বাংলাদেশ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জয়তী চাকমা ইনু, পার্বত্য চট্টগ্রাম নাগরিক সমাজের প্রতিনিধি ও জাক এর সভাপতি শ্রী শিশির চাকমা, এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশন সভাপতি ও বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক শাখার সহ-সভাপতি শ্রী বিজয় কেতন চাকমা প্রমুখ।

সম্মেলনে বক্তারা পার্বত্য অঞ্চলের বর্তমান পরিস্থিতি এবং আদিবাসীদের অধিকার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ অধিকার নিশ্চিত করবে-এমন প্রত্যাশা থাকলেও বাস্তবে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নসহ বিভিন্ন ক্ষেত্রে হতাশা ছাড়া কিছুই পাওয়া যায়নি। আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও তারা সংশয় প্রকাশ করেন এবং রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে আদিবাসীদের বিষয়ে কী প্রতিশ্রুতি থাকবে, পাশাপাশি ‘আদিবাসী’ শব্দটি ব্যবহৃত হবে কি না তা নিয়েও প্রশ্ন তোলেন। পাহাড়ি জনগণের অধিকার ও অস্তিত্ব রক্ষায় কারা প্রকৃত অর্থে দায়বদ্ধ, তা জনগণের কাছে ইতোমধ্যেই স্পষ্ট বলেও তারা উল্লেখ করেন।

বক্তারা আরো বলেন, পার্বত্য অঞ্চল নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো কার্যকর ভূমিকা দৃশ্যমান নয়। সরকার গঠনের পর রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে সংঘটিত সহিংসতার ঘটনায় এখনো কোনো দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এর ফলে আদিবাসীরা বিচারহীনতা, অনিশ্চয়তা ও গভীর আত্মপরিচয় সংকটে দিন কাটাচ্ছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তির গুরুত্বপূর্ণ ধারাগুলো বাস্তবায়িত না হওয়ায় আদিবাসীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও তারা মত প্রকাশ করেন।

এই সময় আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমেই এই সংকট থেকে উত্তরণ সম্ভব বলে বক্তারা অভিমত প্রদান করেন।

বাংলাদেশ আদিবাসী ফোরাম রাঙামাটি পার্বত্য জেলা শাখার বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সাগর ত্রিপুরা (নান্টু)’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা।

সম্মেলন সভা শেষে প্রকৃতি রঞ্জন চাকমাকে সভাপতি, ইন্টুমনি তালুকদারকে সাধারণ সম্পাদক এবং ক্যাসামং মারমাকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক শাখার নতুন কমিটি গঠন করা হয়।

এছাড়াও সভাপতি প্রকৌশলী অব: মোহিনী রঞ্জন চাকমা, সাধারণ সম্পাদক সাগর ত্রিপুরা (নান্টু), সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় তঞ্চঙ্গ্যাকে নিয়ে বাংলাদেশ আদিবাসী ফোরাম রাঙামাটি পার্বত্য জেলা শাখার কার্যকরী কমিটি এবং সভাপতি মঙ্গল কুমার চাকমা, সাধারণ সম্পাদক রিনেল চাকমা, সাংগঠনিক সম্পাদক জগদীশ তঞ্চঙ্গ্যাকে নিয়ে বাংলাদেশ আদিবাসী ফোরাম রাঙামাটি সদর উপজেলার শাখা কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

সম্মেলনে নতুন কার্যকরী কমিটির শপথ বাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এন্ড্রু জুয়েল সলমার ।

More From Author

+ There are no comments

Add yours