চট্টগ্রামে দুটি হিন্দু পরিবারের বাড়িতে দরজায় তালা লাগিয়ে অগ্নিসংযোগ

হিল ভয়েস, ২৪ ডিসেম্বর ২০২৫, চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে হিন্দু সম্প্রদায়ের দুটি হিন্দু সম্প্রদায়ের বাড়িতে বাইরে থেকে তালিয়ে লাগিয়ে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা টিন ও বাঁশের বেড়া কেটে ঘর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পেয়েছেন।

গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোর ৪ টার দিকে রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সুলতানপুর গ্রামে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হল- সুখ শীল ও অনিল শীল। এর মধ্যে সুখ শীল দুবাই প্রবাসী এবং অনিল শীল পেশায় দিনমজুর। তারা দুজনই সুলতানপুর গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগীদের মারফত জানা যায়, দুটি পরিবারের ৮ জন সদস্য ঘরে ছিলেন। রাতে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। এর মধ্যে রাত পৌনে চারটার দিকে ঘরে আগুন জ্বলে ওঠায় তাদের ঘুম ভাঙে। তবে বের হতে গিয়ে দুটি পরিবারের সদস্যরাই দেখতে পান দরজা বাইরে থেকে বন্ধ করে রাখা হয়েছে। পরে বাঁশ ও টিনের বেড়া কেটে ঘর থেকে বের হয়ে তারা প্রাণে রক্ষা পেয়েছেন। ঘর দুটির কিছু অংশে টিন এবং বাঁশের বেড়া দেওয়া ছিল। সেই বেড়া কেটে ঘর থেকে বের হয়ে প্রাণ রক্ষা করেন তারা।

ভৃক্তভোগী অনিল শীলের ছেলে সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রবাসী মিঠুন শীল বলেন, তিনি প্রবাস থেকে তিন মাস আগে ছুটিতে দেশে এসে বিয়ে করেছেন। গতকাল রাতের আগুনে তাঁর পাসপোর্ট, বাড়ির আসবাব, নগদ ৮০ থেকে ৯০ হাজার টাকাসহ অনেক মূল্যবান মালামাল পুড়ে গেছে। তিনি বলেন, ‘ঘর থেকে সবাই হুড়োহুড়ি করে বের হতে গিয়ে দেখি দুটি দরজাতেই বাইরে থেকে হুক লাগিয়ে দেওয়া হয়েছে। এরপর যে যার মতো বেড়া কেটে ঘর থেকে বের হয়েছি।’

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে চট্টগ্রামের রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢেউয়াপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের দুটি ঘরে দরজায় তালা লাগিয়ে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। আগের দিন বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সদর ইউনিয়নের কেউটিয়া বড়ুয়াপাড়া গ্রামেও সাধন বড়ুয়া নামে এক ব্যক্তির ঘরে একইভাবে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া যায়। দুটি ঘটনায় থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে।

More From Author