নাইক্ষ্যংছড়িতে আরসা কর্তৃক তিন বয়স্ক তঞ্চঙ্গ্যা নারীকে আটক করে হয়রানি

হিল ভয়েস, ২৮ নভেম্বর ২০২৫, বান্দরবান: মিয়ানমারের রোহিঙ্গ্যা জঙ্গী সংগঠন আরাকান রোহিঙ্গ্যা স্যালভাশন আর্মী (আরসা) কর্তৃক বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু মৌজার গর্জনবনিয়া পাড়ার তিনজন বয়স্ক তঞ্চঙ্গ্যা নারীকে দড়ি বেঁধে ৪ ঘন্টা ধরে আটকে রেখে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।

আটকের শিকার তঞ্চঙ্গ্যা নারীরা হলেন- ১, অংক্রাচিং তঞ্চঙ্গ্যা (৬০), স্বামী কানু তঞ্চঙ্গ্যা, ২, মালাপু তঞ্চঙ্গ্যা (৪৫), স্বামী বেংগ্যা তঞ্চঙ্গ্যা এবং ৩, মালাইছে তঞ্চঙ্গ্যা (৪২), স্বামী পুলাঅং তঞ্চঙ্গ্যা।

স্থানীয় সূত্রে জানা গেছে যে, গত মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০:০০ টার দিকে গর্জনবনিয়া পাড়া থেকে উক্ত তিনজন তঞ্চঙ্গ্যা নারী গর্জনবনিয়া পাড়া থেকে ২০০ গজ পূর্বে খালে স্নান করতে গেলে আরসা সশস্ত্র সদস্যরা তাদেরকে ধরে নিয়ে সারাদিন আটকিয়ে রাখে।

তিনজনের মধ্যে মালাইছ তঞ্চঙ্গ্যাকে মারধর করা হয়েছে। তাদেরকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় অংক্রাচিংকে চোখে কালো কাপড় বেঁধে দেয়। অন্য দুইজনকে হাত পেছনে বেঁধে নিয়ে যাওয়া হয় বলে জানা যায়। হয়রানি ও নির্যাতনের পর বিকালের দিকে উক্ত তিনজন তঞ্চঙ্গ্যা নারীকে ছেড়ে দেয় আরসা সন্ত্রাসীরা।

অপহরণকারী আরসা সদস্যরা ১০ জন ছিলেন। তাদের হাতে দুইটা স্বয়ংক্রিয় অস্ত্র ছিল।

উল্লেখ্য যে, এর আগে ১৮ নভেম্বর ২০২৫ মঙ্গলবার ঘুমধুম ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সংলগ্ন গর্জনবনিয়া পাড়ার ৫ জন তঞ্চঙ্গ্যা শ্রমিককে আরসা সশস্ত্র সদস্যরা অপহরণ করে গুম করার চেষ্টা করে।

অপহরণ চেষ্টার শিকার তঞ্চঙ্গ্যারা হলেন- ১। জিন্যাউ তঞ্চঙ্গ্যা (৫০), পীং মৃত অংগজাইন তঞ্চঙ্গ্য, ২। অংচিমং তঞ্চঙ্গ্যা (৪৭), পীং চিংলাউ তঞ্চঙ্গ্যা, ৩। মংপুচিং তঞ্চঙ্গ্যা (৫০), পীং অজ্ঞাত, ৪। বারিক্যা তঞ্চঙ্গ্যা (২৫), পীং মংচাচিং তঞ্চঙ্গ্যা, এবং ৫। লামংচা তঞ্চঙ্গ্যা (২২), পীং উচিংলা তঞ্চঙ্গ্যা।

জানা যায় যে, গর্জনবনিয়া পাড়ার হিজল্যা খালের আবদু কলাবাগানের পার্শ্বে আবদু সালামের পান বরজের বাঁশ কাটার জন্য উক্ত তঞ্চঙ্গ্যা গ্রামবাসীরা দিনমজুর হিসেবে কাজ করতে যান। বিকাল ৪ টার দিকে বাঁশ নিয়ে পানের ক্ষেতে পৌঁছালে জঙ্গলের ঝোপ থেকে হঠাৎ করে ৫ জন আরসা সশস্ত্র সদস্য বের হয়ে পড়ে এবং তঞ্চঙ্গ্যাদের আটক করে।

৫ জন তঞ্চঙ্গ্যা গ্রামবাসীর মধ্য থেকে অল্প বয়সী ২ জনকে ধরে নিয়ে যাওযার চেষ্টা করে আরসা সশস্ত্র সদস্যরা। কিন্তু পান বরজের মালিকের স্ত্রী বলেন, তাদেরকে ধরে নিয়ে গেলে তাদের উপর দোষ পড়বে ও সমস্যা হবে। পান বরজের মালিকের স্ত্রী অনেক আকুতি মিনতি করলে পরে উক্ত দুইজন যুবকসহ ৫ জন তঞ্চঙ্গ্যাকে ছেড়ে দিয়ে যায় আরসা সদস্যরা।

আরো উল্লেখ্য, ৮ অক্টোবর ২০২৫ নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮নং ওয়ার্ড সংলগ্ন গর্জন বনিয়া থেকে সুমন তঞ্চঙ্গ্যা নামে এক জুমচাষীকে এবং গত ২৩ সেপ্টেম্বর ২০২৫ ঘুমধুম ইউনিয়নের ভালুকিয়া থেকে ওয়ামং তঞ্চঙ্গ্যা নামে আরেক গ্রামবাসীকে অপহরণ করে আরএসও ও আরসা জঙ্গীরা। তাদের এখনো হদিস পাওয়া যায়নি।

এর আগে গত ১৬ মে ২০২৪ তারিখে কাঁকড়া ধরতে গিয়ে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং নাফ নদ ৫ নম্বর স্লুইসগেট এলাকা থেকে ছৈলা মং চাকমা (২৯) ও ক্যমংখো তঞ্চঙ্গ্যা (২৫) নামে দুইজন তঞ্চঙ্গ্যা গ্রামবাসীকে রোহিঙ্গ্যা জঙ্গী গোষ্ঠী কর্তৃক অপহরণ করা হয়। তাদেরও এখনো খোঁজ পাওয়া যায়নি।

More From Author