পিসিপি’র উদ্যোগে চবিতে মহান নেতা এম এন লারমা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ সম্পন্ন

হিল ভয়েস, ২৩ নভেম্বর ২০২৫, চট্টগ্রাম: গতকাল শনিবার (২২ নভেম্বর ২০২৫) পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিতন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুল ইসলাম; পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অন্তর চাকমা; বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক ইফাজ উদ্দিন আহমেদ ইমু; পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক আশুতোষ তঞ্চঙ্গ্যা; বম স্টুডেন্টস এসোসিয়েশন এর সহ-সভাপতি লালতলাং সাং বম; বাংলাদেশ চাক স্টুডেন্টস এসোসিয়েশন এর কেন্দ্রীয় সভাপতি মংক্যউ চাক; রঁদেভূ শিল্পীগোষ্ঠী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দপ্তর সম্পাদক ক্যাপ্রিও চাকমা; ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম মহানগর শাখার প্রতিনিধি ভাগ্য কুমার ত্রিপুরা প্রমুখ।

খেলার শুরুতে এম এন লারমাসহ জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে এযাবৎ যারা আত্মোৎসর্গ করেছেন তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ভাতৃত্ববোধ ও আন্তরিকতা সবকিছুর উর্ধ্বে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল আদিবাসী শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক বন্ধন সুদৃঢ়করণের লক্ষ্যে এমন টুর্নামেন্ট আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে আমি সকল স্টুডেন্ট এর সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করি। পার্বত্য চট্টগ্রামসহ সমতলের অনেক আদিবাসী শিক্ষার্থী আমাদের ক্যাম্পাসে অধ্যয়ন করে। তাদের উদ্যোগে যেসব অনুষ্ঠান হয় সেগুলোতে অংশগ্রহণ করার চেষ্টা করি। আমরা সকলেই মিলেমিশে থেকে আগামীতেও ভালো কাজে এগিয়ে যাবো।

অন্তর চাকমা বলেন, যে উদ্দেশ্যে আজকের এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আদিবাসী শিক্ষার্থীদের মধ্যকার পারস্পরিক ঐক্য ও ভাতৃত্ববোধ বৃদ্ধি করা এবং সে উদ্দেশ্য আমি মনে করি অনেকটা সফল হয়েছে।

তিনি আরো বলেন, মহান নেতা এন এম লারমা বলেছিলেন ‘শিক্ষা গ্রহন করো,গ্রামে ফিরে চলো ’। এই কথার মাহাত্ম্য আজকের তরুণ সমাজকে উপলব্ধি করতে হবে। উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে ছাত্রসমাজকে শেখরের কাছে ফিরে গিয়ে পাহাড়ের সংকটসমূহ নিরসনে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে। পাশাপাশি পাহাড়ের যেকোন সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। মহান নেতা এম এন লারমার স্মৃতিতে আজকের এই টুর্নামেন্ট চবিতে আদিবাসী শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করতে ভূমিকা রাখছে। পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে আদিবাসীদের উপর যে ক্রমবর্ধমান নিপীড়ন, তার বিরুদ্ধে আওয়াজ ওঠানো আমাদের সকলের দায়িত্ব। এম এন লারমা সেই লড়াইয়ের শিক্ষা আমাদের দিয়ে গেছেন।

ইফাজ উদ্দিন আহমেদ ইমু বলেন, এম এন লারমা শোষিত-নিপীড়িত মানুষের যে লড়াই সংগ্রাম শুরু করেছিলেন তার ধারাবাহিকতা আজও চলমান। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের শাসকগোষ্ঠী আদিবাসী জনগণের সাথে শুধু প্রতারণাই করে গিয়েছে। ১৯৯৭ সালে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় তাদের সাথে বেইমানি করা হয়েছে। পাহাড়ে চলমান অন্যায়, নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে যেকোন লড়াইয়ে তরুণদের দৃঢ়ভাবে থাকতে হবে। আদিবাসীদের আগামী দিনের লড়াই-সংগ্রামে আমাদের সংহতি সবসময় থাকবে।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী ও সমাপনী আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিসিপি, চবি শাখার সভাপতি অন্বেষ চাকমা এবং সঞ্চালনা করেন তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিবেক চাকমা। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও পিসিপি, চবি শাখার সাংগঠনিক সম্পাদক এনতেস চাকমা।

ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বী হিসেবে অংশগ্রহণ করে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আদিবাসী শিক্ষার্থীদের টিম তাজিংডং ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের টিম হিল ফোর্স। খেলার প্রথমার্ধে তাজিংডং ব্যাটিং করে ৮৩ রান টার্গেট দেয় এবং দ্বিতীয়ার্ধে হিল ফোর্স ১৮ রানে পরাজিত হয়। টুর্নামেন্টে সেরা ব্যাটসম্যান পুরস্কার অর্জন করেন তাজিংডং টিমের উমংচিং মারমা, সেরা বোলার হন হিল ফোর্স টিমের প্রিয় চাকমা, ম্যাচ অব দ্য টুর্নামেন্ট হন তাজিংডং টিমের অংশে প্রু মারমা এবং ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন তাজিংডং টিমের আপন চাকমা।

উল্লেখ্য যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের মধ্যকার ভ্রাতৃত্বের বন্ধন ও ঐক্য সুদৃঢ় করার জন্যে এবং তরুণ ছাত্রসমাজে এম এন লারমার আদর্শকে প্রসারের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা প্রতিবছর এই টুর্নামেন্টটি আয়োজন করে থাকে।

More From Author

+ There are no comments

Add yours