সেটেলার বাঙালিদের হরতালের কারণে আগামীকালের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ

হিল ভয়েস, ২০ নভেম্বর ২০২৫, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলা পরিষদের অধীনে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বিগত কয়েক দফা স্থগিত হওয়ার পর সর্বশেষ আগামী ২১ নভেম্বর ২০২৫ নির্ধারিত হওয়ার কথা থাকলেও সেটেলার বাঙালিদের হরতালের কারণে উক্ত পরীক্ষা ৪র্থ বারের মতো স্থগিতের ঘোষণা দিয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।

ছবি: সেটেলার বাঙালিদের কর্তৃক হরতালের ছবি

আজ পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে উক্ত বার্তাটি এক প্রেস নোটের মাধ্যমে নিশ্চিত করা হয়।

উক্ত প্রেস নোটে বলা হয়, পূর্বে নির্ধারিত তারিখকে কেন্দ্র করে ডাকা হরতাল এবং সম্ভাব্য পরিবহন ও নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায়, আইন-শৃঙ্খলা রক্ষা কর্তৃপক্ষসহ অন্যান্য প্রয়োজনীয় সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরিষদ পরীক্ষাটি পুনরায় স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এই দিকে, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটি জেলায় আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ৩৬ ঘন্টার হরতাল কর্মসূচি পালন করছে সেটেলার বাঙালিদের কতিপয় উগ্র ‍মুসলিম ধর্মান্ধ বাঙালি সংগঠন।

উক্ত হরতালের প্রথম দিনে সকাল ৬টা থেকে শহরে সকল যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এই সময় সেটেলার বাঙালিদেরকে শহরে বিভিন্ন স্থানে হরতাল পালন করতে দেখা গেছে এবং সেটেলার বাঙালিদের কর্তৃক কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। পরে পরিষদের পক্ষ হতে পরীক্ষা স্থগিতের ঘোষণা দিলে সেটেলারদের পক্ষ থেকে হরতাল প্রত্যাহার করা হয় বলে জানা যায়।

ছবি: রাসেল নামে এক সিএনজি ড্রাইভার নারী পুলিশ সদস্যকে হেনস্তা করার দৃশ্য

আরো জানা যায়, ৩৬ ঘন্টা চলমান হরতালে পৃথিবী চাকমা নামে এক নারী পুলিশ সদস্যকে তার কর্মস্থলে যাওয়ার পথে সেটেলার বাঙালি দ্বারা হেনস্তার শিকার করা হয়। উক্ত ঘটনাটি তার ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তুলে ধরেন। তিনি জানান, শিক্ষক নিয়োগ হরতালে তাকে রাসেল নামে এক সিএনজি ড্রাইভার হেনস্তা করেছে। যে কিনা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদ করছেন।

শহরের স্থানীয়দের মতে, উক্ত হরতালে যারা পিকেটিং করছেন তারা সকলে বিভিন্ন পেশাজীবি সেটেলার বাঙালি এবং সেখানে পরীক্ষার্থী নেই বলে দাবি করছেন।

ছবি: হরতালের কারণে স্থানীদের ভোগান্তি

এছাড়াও উক্ত হরতালের নাম করে নারীদের বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে বলেও মতামত প্রদান করেন স্থানীয়রা।

অপরদিকে একটি মহল দাবি করছে, রাঙ্গামাটি শিক্ষক নিয়োগে জেলা বিএনপি, জামাত এবং এনসিপির পক্ষ থেকে ১৫০ টি আসন কোটা হিসেবে দাবি করা হয়। জেলা পরিষদের পক্ষ থেকে উক্ত দাবি নাখোশ করায় পরিস্থিতি ঘোলাটে করার উদ্দেশ্যে লোক দেখানো কোটা বিরোধী আন্দোলন শুরু করে এবং উক্ত আন্দোলনে বরাবরই জুম্মদের বিরুদ্ধে সেটেলার বাঙালিদের সাম্প্রদায়িক উস্কানি প্রদান করা হচ্ছে।

More From Author

+ There are no comments

Add yours