মানিক তঞ্চঙ্গ্যা
মোরা প্রাণ খুলে হাসতে চেয়ে দিলো না হাসতে
মোরা স্বাধীনভাবে বাঁচতে চেয়েও দিলো না বাঁচতে।
মোরা উদাস কণ্ঠে গাইতে গিয়ে স্বাধীনতার গান
ছিনিয়ে নিলো কণ্ঠ মোদের, কেড়ে নিলো প্রাণ।
চেয়েছিলাম স্বীকৃতি- আদিবাসীর পরিচয়
দেয়নি তারা সেই অধিকার, করলো কেবল ক্ষয়।
চেয়েছিলাম শান্তি চুক্তি করতে হবে বাস্তবায়ন
রাখলোনা সেই চুক্তি মোদের, করলো কেবল কালক্ষেপণ।
চেয়েছিলাম স্বাধীনভাবে বাঁচার অধিকার
পেলাম কি সেই স্বাধীনতা? দিলো কি বাঁচার?
স্বাধীনভাবে চলতে গিয়ে দিলো না চলতে
অধিকারগুলো বলতে গিয়ে দিলো না বলতে।
কোথায় মোদের শান্তিচুক্তি? কথায় আছে, কাজে নাই
কোথায় মোদের হারিয়ে যাওয়া পাহাড়ি বোন-ভাই?
হাসতে দিলো না, বাঁচতে দিলো না, দিলো না গাইতে
লিখতে দিলো না, চলতে দিলো না, দিলো না চাইতে
তাই মনে আজ প্রশ্ন জাগে- এটাই স্বাধীন সভ্যতা?
পরাধীন যেখানে পাহাড়বাসী, নেই যেখানে স্বাধীনতা!