পহেল চাকমা
আমরা সমর বরণ করব সময়ে
দুমদুম্যা থেকে ধুধুকছড়া-
ফুরোমোন থেকে কেওক্রাডং উপত্যকা;
চেঙ্গী থেকে মাঈনী, কাচালং থেকে কর্ণফূলী
কিংবা শঙ্খ-মাতামুহুরির উপকূলবর্তী পাহাড়ের পাদদেশে;
তারুণ্যের তেজোদৃপ্ত পদচারণায়-
রচিত হবে নয়া প্রতিরোধ ইতিহাস।
আমরা সমর বরণ করব সময়ে-
নয়া কলোনিয়ালিস্ট রাষ্ট্রের সকল হেজিমনি মানি না
মানি না পার্বত্য চট্টল একক জাতিরাষ্ট্রের কলোনি
মানি না সামরিক আধিপত্যবাদ-পুঁজিবাদের কতৃত্ব
সমর তবু ক্ষমতাসীনদের চাপিয়ে দেওয়া নৈরাজ্য।
রেজিম বদলায়, শোষণযন্ত্রের পথ আরও প্রশস্থ হয়
রাষ্ট্রের উন্নয়ন দর্শনে আমাদের অস্তিত্বের বাজারজাতকরণ হয়
আমাদের কৃষ্টি-সংস্কৃতি, জীবনাচার হয় বিক্রয়যোগ্য পণ্যের পসরা
আমরা লঘু থেকে লঘুতর হতে থাকি
আমরা সমর বরণ করব সময়ে;
সচেতন সুবোধরা ফিরবে লড়াকু কুঞ্জে।
+ There are no comments
Add yours