রিয়া চাকমা
তুমি চলে গেছো—
তবু তুমি নেই কোথাও হারিয়ে,
সময় যখন থেমে গিয়েছিল
একটি নির্মম সিদ্ধান্তের ধারে প্রহর গুণে,
তখনই তুমি জন্মেছিলে
এক অবিনশ্বর প্রতিরোধে।
তোমার স্বপ্ন ছিল
এক চিলতে স্বাধীনতার শ্বাস,
এক টুকরো সমতার ভূমি,
যেখানে মানুষের নাম নয়—
মানবতার মর্যাদা হবে পরিচয়।
তোমার রক্ত মিশে আছে এখনো
মাটি, বাতাস, নদীর বাঁকে,
অশ্রু ঝরে যখন অন্যায়ের বিরুদ্ধে—
সেই অশ্রুতেই তুমি ফিরে আসো।
তোমার মৃত্যু কোনো শেষ নয়,
তোমার যাত্রা তো শুরু সেদিনই—
যেদিন ভয়কে পেরিয়ে,
অন্যায়ের গলায় তুমি প্রশ্ন ছুঁড়ে দিলে।
তুমি আজ ইতিহাসের প্রহরী,
কণ্ঠহীন মানুষের কণ্ঠস্বর,
একটি নাম নয়—
একটি পথচলা, একটি আলোক।
তুমি অমর—
তোমাকে শ্রদ্ধাভরে স্মরণ করি
হে নেতা, জানাই তোমায় লাল সালাম।
+ There are no comments
Add yours