হিল ভয়েস, ১২ নভেম্বর ২০২৫, রাঙ্গামাটি: আজ বুধবার (১২ নভেম্বর) সকাল ১০ ঘটিকার সময়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় স্থহিতাদেশ প্রত্যাহার ও পূর্ব নির্ধারিত অর্থাৎ ১৪ নভেম্বর ২০২৫ পরীক্ষা নেওয়ার দাবিতে পরীক্ষার্থীদের কর্তৃক রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ঘেরাও করে এক প্রতিবাদ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান আয়োজন করা হয়।

উক্ত প্রতিবাদ কর্মসূচি শেষ হওয়ার মধ্য দিয়ে পরীক্ষার্থীদের পক্ষ থেকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে গেলে পরিষদের পক্ষ থেকে কোনো প্রতিনিধি পরীক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণের জন্য আসেনি বলে পরীক্ষার্থীরা অভিযোগ করেন।
এই সময় পরীক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে আনুমানিক ১১ ঘটিকার সময়ে পার্বত্য জেলা পরিষদের মূল প্রবেশ পথ এবং মূল ফটকের দুইটি তালা ঝুলিয়ে দেয় এবং ১২:৩০-১:০০ ঘটিকার মধ্যে পরীক্ষার্থীদের পক্ষ থেকে আল্টিমেটাম জানানো হয়, পরিষদের প্রতিনিধি উক্ত সময়ে যোগাযোগ না করলে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তারা দায়ি থাকবে না।
পরে শিক্ষার্থীদের এমন পদক্ষেপ দেখে ১:০০ ঘটিকার সময়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষে তিনজনের একটি প্রতিনিধিদল সদস্য দেব প্রসাদ দেওয়ান, সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান ও সদস্য মিনহাজ মুর্শিদ উপস্থিতিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের এক ঘন্টার সময় চেয়ে স্মারকলিপি গ্রহণ করা হয়।
পরবর্তীতে আনুমানিক ৪০ মিনিট পর আবার পরিষদের প্রতিনিধিদল এসে তাঁদের সিদ্ধান্ত জানান। তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বিদেশে অবস্থান করায় আপাতত কোনো সিদ্ধান্ত দেওয়া যাচ্ছে না। তারা সমস্যাটি নিয়ে কাজ করছেন বলেও জানান।
এই সময় আবারো পরীক্ষার্থীদের পক্ষ থেকে ৯ জনের একটি প্রতিনিধিদল রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে প্রবেশ করেন এবং সদস্য প্রতুল দেওয়ানের কক্ষে পরিষদের প্রতিনিধিদলের সাথে বৈঠক করেন। এই সময় পরিষদের প্রতিনিধিদলের পক্ষ থেকে বলা হয়, বিভিন্ন স্টেকহোল্ডার আছে তাদের সাথে সমন্বয় হচ্ছে না, বিধায় আটকে আছে।
পরীক্ষার্থীদের অভিযোগ, ২ দিন আগের পরীক্ষা স্থগিত করার কারণ বার বার জানতে চাওয়া হলে পার্বত্য জেলা পরিষদের সদস্যরা কোনো কিছুতেই সঠিক জবাব দিতে পারেন নি ।

তারা আরো অভিযোগ করে বলেন, সকাল থেকে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কোনো ফোন কল ধরেননি। এছাড়াও পার্বত্য জেলা পরিষদের শিক্ষা বিভাগে দায়িত্বরত সদস্য বৈশালী চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনিও কোনো সাড়া দেননি।
সর্বশেষ ৪ ঘটিকার সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে যোগাযোগ করা হলে আগামীকাল পরীক্ষার্থীদের সাথে সকাল ১১ ঘটিকায় বৈঠক করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম চুক্তির মধ্য দিয়ে তিন পার্বত্য জেলা পরিষদের হাতে প্রাথমিক শিক্ষা বিভাগ হস্তান্তরিত এবং এই বিভাগ কর্তৃক শিক্ষক নিয়োগের বিধান তৈরি করা হয়। উক্ত বিধান মোতাবেক, ৭০ শতাংশ আদিবাসী এবং ৩০ শতাংশ বাঙালি অর্থাৎ আদি স্থায়ী বাঙালির নিয়োগের উল্লেখ করা হয়। কিন্তু গত ১০ নভেম্বর ২০২৫ পার্বত্য চট্টগ্রামে সেটেলার বাঙালিদের কর্তৃক বিভিন্ন সাম্প্রদায়িক রাজনৈতিক সংগঠনের নাম দিয়ে উক্ত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিতের দাবিতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ বরাবর স্মারকলিপি প্রদান করে এবং ২৪ ঘন্টা আল্টিমেটাম জানানো হয়। পরে পরিষদ তা স্থগিত করতে বাধ্য হয়। যদিও পরিষদের সদস্য বৈশালী চাকমা ভিডিও বার্তায় বলেন, দেশের আগামী নিবার্চনের তপসিল ঘোষণার কারণে উক্ত নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।