হিল ভয়েস, ১১ নভেম্বর ২০২৫, লংগদু: গতকাল (১০ নভেম্বর) লংগদু উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি আঞ্চলিক কমিটির উদ্যোগে উপজেলার বিভিন্ন জায়গায় মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪২তম মৃত্যুবার্ষিকী ও জুম্ম জাতীয় শোক দিবস পালন করা হয়।
ছোট মাহিল্যা, জারুল ছড়া, গুলশাখালী শান্তিনগর, রাঙ্গীপাড়া, গুইছড়ি, নোয়াপাড়া, রনজিত পাড়া, চিবেরেগা, চাল্যাতুলি, খাগড়াছড়ি, শীলকাটা ছড়া, কেরেঙাছড়ি ইত্যাদি গ্রাম সমন্বয় করে শোক দিবস পালন করা হয়।

সকাল ৮টায় জমায়েত ও কালো ব্যাজ ধারণ, সকাল ৯টায় অস্থায়ী শহীদ বেদী’তে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯.৩০টায় শোক প্রস্তাব পাঠ ও ২মিনিট নিরবতা পালনসহ স্মরণ সভা আরাম্ভ, সন্ধ্যা ৬টায় অস্থায়ী শহীদ বেদী ও প্রত্যেক ঘরে ঘরে মোমবাতি প্রজ্জ্বলন করা ইত্যাদি কর্মসূচি পালন করা হয়।
উল্লেখ্য যে, আঞ্চলিক কমিটির পরিচালক ও সহ-পরিচালকগণ ইউনিয়ন পর্যায়ে বিভক্ত হয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে ৩নং গুলশাখালী ইউনিয়নের সকল গ্রাম কমিটির সাথে সমন্বয় করেন সহ-পরিচালক অয়ন্তি ময় চাকমা ও শুভ শান্তি চাকমা, ৪নং বগাচতর ইউনিয়নের সকল গ্রাম কমিটির সাথে সমন্বয় করেন সহ-পরিচালক যশু চাকমা ও তপন জ্যোতি চাকমা এবং ৫নং ভাসন্যাদম ইউনিয়নের সকল গ্রাম কমিটির সাথে সমন্বয় করেন বিধান চাকমা ও প্রদীপ কুমার চাকমা।

শোক সভায় বক্তারা মহান নেতা এম এন লারমাসহ মহান শহীদদের অবদান স্মরণ করেন এবং বিভেদপন্থী গিরি-প্রকাশ-দেবেন-পলাশ চক্রদের ধিক্কার জানান। এম এন লারমার গড়ে তোলা আন্দোলনের ফসল হলো পার্বত্য চট্টগ্রাম চুক্তি। কিন্তু দেশের শাসকগোষ্ঠী পার্বত্য চুক্তিতে জুম্ম জনগণের অধিকার স্বীকার করে নিলেও চুক্তি বাস্তবায়ন করেনি। জুম্ম জনগণের অধিকার সনদ পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার জন্য তরুণ সমাজকে সামিল হওয়ার আহ্বান জানান বক্তারা।