হিল ভয়েস, ৪ নভেম্বর ২০২৫, রাঙ্গামাটি: রাঙ্গামাটি পার্বত্য জেলার নান্যাচর উপজেলার রামহরি পাড়া থেকে পার্বত্য চুক্তি বিরোধী ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) কর্তৃক মিলন তালুকদার নামে একজন জুম্মকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১২:০০ ঘটিকায় অপহরণের ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। মিলন তালুকদারের বাড়ি রাঙ্গামাটি পৌরসভার পুর্ব ট্রাবেল আদামে বলে জানা গেছে।
অপহৃত মিলন তালুকদার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অংশৈপ্রু চৌধুরীর বাসার ব্যক্তিগত সচিব (পিএস) ছিল বলে জানা গেছে।
মিলন তালুকদার রামহরি পাড়ায় তার শ্বশুর বাড়িতে বেড়াতে সেখান থেকে তিনি অপহরণের শিকার হন।
অপহরণের পর শনিবার (০১ নভেম্বর) তার স্ত্রী কুয়েলী চাকমার নিকট ফোন করে ইউপিডিএফ ৭৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে মর্মে জানা যায়। কুয়েলী চাকমা ভূয়াদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক