রাঙ্গামাটি সরকারি কলেজে পিসিপি ও এইচডাব্লিউএফ’র যৌথ উদ্যোগে ত্রৈমাসিক দেয়ালিকা প্রকাশিত

হিল ভয়েস, ২৭ অক্টোবর ২০২৫, রাঙ্গামাটি: পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন, রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার যৌথ উদ্যোগে আজ ২৭ অক্টোবর ২০২৫ রাঙ্গামাটি সরকারি কলেজে ত্রৈমাসিক দেয়ালিকা ‘জালেন-নাক্’ প্রকাশ করা হয়।

উক্ত দেয়ালিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নাছিমুল হক, পিসিপি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুপ্রিয় তঞ্চঙ্গ্যা, পিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুনীতি বিকাশ চাকমা, হিল উইমেন্স ফেডারেশন, রাঙামাটি জেলা কমিটির সহ-সভাপতি কবিতা চাকমাসহ বিভিন্ন বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী এবং প্রমুখ নেতৃবৃন্দ।

প্রফেসর মো. নাছিমুল হক বলেন, দেয়ালিকা হলো সৃজনশীলতা চর্চার মাধ্যম। দেয়ালিকার মাধ্যমে ছাত্র-ছাত্রীর চিন্তার জগত বিস্তৃত হয়। পিসিপি ও এইচডব্লিউএফ এর দেয়ালিকা প্রকাশনার উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

তিনি আরো বলেন, বাংলাদেশের অভ্যন্তরে যারা বসবাস করে তাদের প্রত্যেকের নাগরিক অধিকার সুনিশ্চিত করা রাষ্ট্রের গুরু দায়িত্ব। পাহাড়ে বসবাসরত ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর স্বতন্ত্র আত্মপরিচয় যাতে হুমকিতে না পড়ে সেদিকে সকলের খেয়াল রাখতে হবে। আমরা সচেতন নাগরিক হিসেবে এমন কোনো কাজ মেনে নিতে পারি না যা সংখ্যালঘুদের অস্তিত্ব হুমকিতে ফেলে। পাহাড় ও সমতলের প্রত্যেক নাগরিক যাতে তাদের মৌলিক অধিকার যথাযথ ভোগ করতে পারে সেটা খেয়াল রাখতে হবে।

সুপ্রিয় তঞ্চঙ্গ্যা বলেন, দেয়ালিকা সৃজনশীলতা ও মননশীলতা চর্চার মাধ্যম হলেও কখনো কখনো প্রতিবাদের হাতিয়ার হয়ে ওঠে। আমাদের প্রতিবাদ শুধু রাজপথে নয়। দেয়ালিকার মাধ্যমে প্রতিটি শব্দ, রং, কবিতার ছন্দকে প্রতিবাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করা। লেখনীর মাধ্যমে পাহাড়ের বাস্তবতা, পাহাড়ের ভিন্ন জাতিগোষ্ঠীর ইতিহাস এবং তাদের জীবনযাত্রার চিত্র তুলে ধরা সম্ভব। পার্বত্য চট্টগ্রামে বিজাতীয় শাসকগোষ্ঠী বিভিন্নভাবে জুম্ম জনগোষ্ঠীদের ওপর নিপীড়ন জারি রেখেছে। পার্বত্য চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির যে দীর্ঘ সংগ্রামের ইতিহাস রয়েছে, তা এই সব উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে ।

তিনি আরো বলেন, বিগত কয়েকবছর যাবৎ আদিবাসী বমদের উপর রাষ্ট্রীয় নিপীড়ন চলমান রয়েছে। নির্বিচারে কারাগারে প্রেরণ, হত্যা, দেশান্তরিতকরণ প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের বেদনা, তাদের কান্না আমাদের প্রত্যেকের হয়ে গেছে। রাষ্ট্রের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সর্বক্ষেত্রে রুখে দাঁড়াতে হবে আমাদের।

সুনীতি বিকাশ চাকমা বলেন, প্রগতিশীল ও সৃজনশীলতার চর্চার মাধ্যমে পাহাড়ে সৃষ্টিশীল প্রজন্ম গড়ে তুলতে হবে। রাঙ্গামাটি সরকারি কলেজে পিসিপি ও এইচডাব্লিএফ’র ত্রৈমাসিক দেয়ালিকা তার অন্যতম মাধ্যম, এতে সাধারণ শিক্ষার্থীরা তাদের মেধা ও সৃজনশীল চিন্তার সন্নিবেশ ঘটায়। নিজেদের স্বকীয় অস্তিত্ব, শেকড় ও ইতিহাসকে সম্যক রুপে জ্ঞাত হতে এসব উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়, যা পাহাড়ের চিরায়ত ধ্বনিকে সকলের সামনে তুলে ধরে। এই দেয়ালিকার মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশ্য শোষণমুক্তির মুক্তির বার্তা দেওয়া হয়।

কবিতা চাকমা বলেন, ‘জালেন-নাক্’ একটি বম শব্দ, যার বাংলা প্রতিশব্দ মুক্তি। কারাগারে অন্তরীণ বম আদিবাসীদের মুক্তির দাবিতে এবং আদিবাসীদের অধিকার আন্দোলনে সৃজনশীলতা ও সৃষ্টিশীলতার মাধ্যমে সংহতি জানিয়ে পিসিপি ও এইচডাব্লিউএফ’র এই ক্ষুদ্র প্রয়াস। যাহাতে আদিবাসী শিক্ষার্থীদের উদ্দেশ্য নিজেদের অধিকার ও স্বকীয়তা বিষয়ে সচেতনতা ম্ভবপর হয়।

অনুষ্ঠানে পিসিপি রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক করুণ জ্যোতি চাকমার সঞ্চালনায় এবং ত্রৈমাসিক দেয়ালিকা “জালেন-নাক্” প্রকাশনা কমিটির আহ্বায়ক নিহির চাকমার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশন, রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক সূচনা চাকমা।

More From Author