হিল ভয়েস, ৯ অক্টোবর ২০২৫, বান্দরবান: বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮নং ওয়ার্ড সংলগ্ন গর্জন বনিয়া থেকে সুমন তঞ্চঙ্গ্যা (৩৮), পীং রাশিঅং তঞ্চঙ্গ্যা নামে এক জুমচাষীকে রোহিঙ্গা জঙ্গী সংগঠন আরাকান সলিডারিটি অর্গারেশন (আরএসও) ও আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মী (আরসা) কর্তৃক অপহরণ করা হয়েছে অভিযোগ পাওয়া গেছে।
গত বুধবার (৮ অক্টোবর) অপরাহ্ন ২ ঘটিকায় নিজ পাড়া (গর্জনবনিয়া) থেকে ২-২৩ কিলোমিটার পূর্বে জুমের বেগুন ক্ষেত দেখতে গেলে তিনি নিখোঁজ হন।
সন্ধ্যা হওয়ার পরও ঘরে ফিরে না আসার গ্রাম থেকে ১০-১২ জন লোক সুমন তঞ্চঙ্গ্যাকে খোঁজ করতে যান। সুমন তঞ্চঙ্গ্যার জুম ক্ষেতে গিয়ে জুমের চারদিকে ডাকাডাকি করেও কোন হদিস পাননি। পরে গ্রামবাসীরা জুমের দক্ষিণ দিকে ১০-১২ জনের জুতার পায়ের চিহ্ন দেখতে পান।
তখনই এলাকাবাসী সন্দেহ হয় যে, সুমন তঞ্চঙ্গ্যাকে সেখানকার এলাকায় অবস্থান করা আরএসও ও আরসা সদস্যরা ধরে নিয়ে গেছে। সুমন তঞ্চঙ্গ্যাকে না পেয়ে গ্রামবাসীরা পাড়ায় এসে ৭-৮ ঘটিকার দিকে গর্জনবনিয়া বিজিবি ক্যাম্পে গিয়ে ক্যাম্প কর্তৃপক্ষকে অবহিত করেন।
বিজিবি ক্যাম্প কর্তৃপক্ষ সুমন তঞ্চঙ্গ্যার নাম ঠিকানা লিপিবদ্ধ করে দায়সারাভাবে বলেন যে, সুমন তঞ্চঙ্গ্যাকে খোঁজ পেলে জানাবেন, তারা গ্রামবাসীদেরকে জানাবেন।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর ২০২৫ ঘুমধুম ইউনিয়নের ভালুকিয়া থেকে ওয়ামং তঞ্চঙ্গ্যা নামে আরেক গ্রামবাসীকে অপহরণ করে আরএসও ও আরসা জঙ্গীরা। ওয়ামং তঞ্চঙ্গ্যাকে এখনো কোন খোঁজ মেলেনি।
এর আগে গত ১৬ মে ২০২৪ তারিখে কাঁকড়া ধরতে গিয়ে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং নাফ নদ ৫ নম্বর স্লুইসগেট এলাকা থেকে ছৈলা মং চাকমা (২৯) ক্যমংখো এ তঞ্চঙ্গ্যা (২৫) নামে দুইজন তঞ্চঙ্গ্যা গ্রামবাসঅকে রোহিঙ্গ্যা জঙ্গী গোষ্ঠী কর্তৃক অপহরণ করা হয়।