হিল ভয়েস, ৭ অক্টোবর ২০২৫, রাঙ্গামাটি: রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলাধীন ৩৬ নং সাজেক ইউনিয়নের দক্ষিণ দাঁড়িপাড়া গ্রামের মন মোহন চাকমার ছেলে চন্দক চাকমা (৩৫) নামের একজন নিরীহ জুমচাষীকে ইউপিডিএফ সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
আজ ৭ অক্টোবর ২০২৫, ভোর রাত আনুমানিক ১ টার দিকে ঘুমন্ত অবস্থা থেকে টেনেহিঁচড়ে বাড়ির বারান্দায় নিয়ে এসে বেধরক মারধরের পর চন্দক চাকমাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে যে, আজ ভোর রাত আনুমানিক ১টার দিকে ইউপিডিএফের স্থানীয় চাঁদা কালেক্টর ধলাপুনো চাকমার (দলীয় নাম শিজক) নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র গ্রুপ চন্দক চাকমার বাড়িতে হানা দেয়।
এ সময় বাড়িতে পরিবারের সবাই ঘুমন্ত অবস্থাতেই ছিলেন। হঠাৎ দরজা ভেঙ্গে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা প্রথমে চন্দক চাকমার স্ত্রী ও সন্তানের দিকে বন্দুক তাক করে চিৎকার চেঁচামেচি না করার জন্য হুমকি দেয়। এরপর চন্দক চাকমাকে ঘুমন্ত অবস্থা থেকে টেনেহিঁচড়ে বাড়ির বারান্দায় নিয়ে আসা হয়।
এরপর চন্দকের বৃদ্ধ বাবা মন মোহন চাকমার সামনে ছেলেকে বেধড়ক মারধর করা হয়। বৃদ্ধ বাবা চোখের সামনে ছেলেকে এমন মারধর খেতে দেখে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের হাত-পা ধরে ঐভাবে মারধর না করার জন্য মিনতি জানালেও তারা তাঁর কোনো কথা শোনেননি ইউপিডিএফ সন্ত্রাসীরা। একপর্যায়ে তারা সেখান থেকে চন্দক চাকমাকে অপহরণ করে তুলে নিয়ে যায়।
প্রায় সারাদিন আটক রাখার পর বিকেলের দিকে অপহৃত চন্দক চাকমাকে ছেড়ে দেওয়া হয় বলে খবর পাওয়া যায়।
+ There are no comments
Add yours