খাগড়াছড়িতে সেনা ও সেটেলার বাঙালিদের সংঘবদ্ধ হামলার প্রতিবাদে দক্ষিণ কোরিয়ায় জুম্ম পিপলস নেটওয়ার্ক-এর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ

হিল ভয়েস, ৬ অক্টোবর ২০২৫, আন্তর্জাতিক: গত ৪ অক্টোবর, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কেন্দ্রবিন্দু জোংরো ডিস্ট্রিক্ট এর সোংহিয়ন কোয়াংজাং (সোংহিয়ন স্কয়ার)-এ কোরিয়াসহ আদিবাসী জুম্মদের সংগঠন জুম্ম পিপলস নেটওয়ার্ক কোরিয়া(JPNK)-এর উদ্যোগে গত ২৩ সেপ্টেম্বর ২০২৫, খাগড়াছড়ি সদর উপজেলার পৌরসভা এলাকায় ১২ বছর বয়সী এক মারমা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে এবং উক্ত ঘটনাকে কেন্দ্র করে গুইমারায় ২৭ ও ২৮ সেপ্টেম্বর তারিখে সেনাবাহিনী ও সেটেলার বাঙালিদের সংঘবদ্ধ হামলায় ৩ আদিবাসীকে গুলি করে হত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জুম্ম পিপলস নেটওয়ার্ক কোরিয়ার সভাপতি নিখিল চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের কর্মী জেকি মারমা, সোহেল চাকমা, জনক চাকমা প্রমুখ।

সমাবেশে অংশগ্রহণকারীরা প্রথমে জোংরো টাওয়ারের সামনে সংক্ষিপ্ত সমাবেশের পর সোংহিয়ন স্কোয়ারের অভিমূখে বিভিন্ন প্লেকার্ড, কোরিয়া ও বাংলাদেশের জাতীয় পতাকা, জাতিসংঘ পতাকা সহ ৫০০ মিটার শান্তি র‌্যালি করে কোরিয়ার কেন্দ্রীয় বৌদ্ধ মন্দির জোগেসা(Jogyesa Temple)-এর সামনে গুইমারা রামসু বাজারে নিহত ব্যক্তিদের স্মরণে প্রার্থনা ও এক মিনিট নীরবতা পালন করেন ।

র‌্যালি শেষে সোংহিয়ন স্কোয়ার-এ একঘন্টা যাবৎ প্রতিবাদ সমাবেশ আনুষ্ঠিত হয় ।

সমাবেশে জেকি মারমা বলেন, ‘সরকার শান্তি চুক্তি করে আমাদের সাথে বেঈমানী করলেও আমরা শান্তিচুক্তির পূর্ণবাস্তবায়ন চাই’।

এরপর সমাবেশে বক্তারা ২৩শে সেপ্টেম্বর খাগড়াছড়ি সিঙ্গিনালায় মারমা কিশোরী ধর্ষকদের গ্রেফতার, গুইমারা হত্যার সাথে জরিত সেনাসদস্য সহ সকল অপরাধীদের বিচারের কাঠগোড়ায় দাঁড় করানো এবং পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে বিশ্ব-সম্প্রদায় ও জাতিসঙ্ঘের হস্তক্ষেপের আহ্বান জানান ।

সমাবেশে সাংবাদকর্মী, মানবাধিকারকর্মী সহ প্রায় দু শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন । সর্বশেষে মিস কেয়া চাকমার সাংগঠনিক বিবৃতি পাঠের মাধ্যমে সমাবেশ সমাপ্ত হয় ।

More From Author