হিল ভয়েস, ২৯ সেপ্টেম্বর ২০২৫, বিশেষ প্রতিবেদক: গতকাল (২৮ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলার গুইমারায় মারমা স্কুল ছাত্রী ধর্ষণ বিষয়ে সড়ক অবরোধ পালনের সময় এক পর্যায়ে সেনাবাহিনী ও তাদের সহযোগী কিছু দৃস্কৃতিকারীর গুলিতে আহত হওয়া ১০ জন জুম্ম এবং সেনাবাহিনীর লাঠিচার্জে আহত হওয়া ১ বৃদ্ধা বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সেনাবাহিনী ও দুস্কৃতিকারীর গুলিতে আহত ব্যক্তিরা হলেন- ১। কংজসাই মারমা (৩০), গ্রাম-আমতলী, গুইমারা; ২। আথুইপ্রু মারমা (৪৫), গ্রাম-গুইমারা; ৩। ক্যজাই মারমা (২৫), গ্রাম-গুইমারা; ৪। অং মারমা (২৭), গ্রাম-বরইতলী, গুইমারা; ৫। জুয়েল চাকমা (২৭), পথাছড়া, গুইমারা; ৬। ক্যংচাইহ্লা মারমা (৪৫), গ্রাম-গুইমারা; ৭। চিংক্যউ মারমা (২৫), গ্রাম-নতুনপাড়া, গুইমারা; ৮। সাচিংনু মারমা (২৪), গ্রাম-বটতলা, গুইমারা; ৯। অংচিং মারমা (২৩), ঠিকানা-রামসু বাজার; ১০। বিকাশ ত্রিপুরা (২৩), গ্রাম-কুমেন্দ্র কার্বারি পাড়া, গুইমারা।
অপরদিকে, সেনাবাহিনীর লাঠিচার্জে আহত বয়স্ক জুম্ম নারীর নাম আবাইমা মারমা (৭০), গ্রাম-উগলছড়ি, পানছড়ি।
সেনাবাহিনী ও তাদের সহযোগীদের গুলিতে নিহত তিন ব্যক্তির লাশ এখনো খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে রয়েছে বলে জানা গেছে। সর্বশেষ নিহত ব্যক্তিদের পরিচয় জানা গেছে।
নিহত ব্যক্তিরা হলেন- ১। আখ্রাউ মারমা (২২), পীং-হাসু মারমা, মাতা-ক্রাসুং মারমা; গ্রাম-চেংগুলি পাড়া, ৫নং ওয়ার্ড, হাফছড়ি ইউনিয়ন, গুইমারা; ২। তেইচিং মারমা (২০), পীং-অলাকাই মারমা, মাতা-দানুপ্রু মারমা, গ্রাম-রামসু বাজার, বটতলা, ৪নং ওয়ার্ড, হাফছড়ি ইউনিয়ন, গুইমারা এবং ৩। আথুইপ্রু মারমা (২১), পীং-থুহ্লাঅং মারমা, মাতা-প্রতিমা মারমা, গ্রাম-দেবলছড়ি, চেয়ারম্যান পাড়া, সিন্দুকছড়ি ইউনিয়ন, বর্তমান ঠিকানা-আমতলী পাড়া, ৫নং ওয়ার্ড, হাফছড়ি ইউনিয়ন, গুইমারা।
সর্বশেষ খবরে, আজ খাগড়াছড়ি সদর হাসপাতালে নিহতদের পোস্টমর্টেম করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গতকাল সকাল থেকে বিকাল ৪টার মধ্যে গুইমারা উপজেলার রামসু বাজার ও এর আশেপাশের জুম্ম বসতিতে সেনাবাহিনী, বাঙালি সেটেলার ও বহিরাগত দুস্কৃতিকারীদের কর্তৃক সম্মিলিতভাবে উপর্যুপরি হামলায় ৩ জন হতে ৮ জন জুম্ম নিহত এবং অন্তত ১৫ জন আহত ও নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। এছাড়া, স্থানীয় জুম্মদের অন্তত ১৫টি বাড়িঘর, ৬০টি দোকানপাট ও ১৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং ৭টি দোকানপাট লুটপাট করা হয় বলে জানা যায়।
+ There are no comments
Add yours