নারী ও শিশুদের জন্য দেশ আতঙ্কের জনপদে পরিণত হওয়ার দায় সরকারকেই নিতে হবে: সিপিবি

হিল ভয়েস, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ঢাকা: খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণসহ সারা দেশে অব্যাহত ধর্ষণ-নিপীড়নের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

আজ ২৭ সেপ্টেম্বর ২০২৫, শনিবার এক বিবৃতিতে বলা হয়, সরকারের চরম উদাসীনতায় পার্বত্য অঞ্চল থেকে সমতল পর্যন্ত গোটা দেশ আজ নারী এমনকি শিশুদের জন্যও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সীমাহীন ব্যর্থতার দায় ক্ষমতাসীন সরকারকেই নিতে হবে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কাজী সাজ্জাদ জহির ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে অবিলম্বে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অপরাধে জড়িত প্রত্যেককে গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। নেতৃবৃন্দ এ অপরাধের ঘটনায় প্রতিবাদকারীদের সেনা সদস্য কর্তৃক আটক ও নির্যাতনের প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রীয় সকল সংস্থা তাদের শপথ রক্ষা করবে ও পেশাদারিত্ব বজায় রাখবে এটাই দেশের মানুষ প্রত্যাশা করে। তাই প্রতিবাদ দমনের পরিবর্তে অপরাধীকে আইনের আওতায় আনতে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে সর্বাত্মক ভূমিকা রাখতে হবে। যা নিশ্চিত করার সম্পূর্ণ দায় দায়িত্ব সরকারের।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, সরকারের প্রধান কর্তা ব্যক্তিগণ প্রচারমুখী বাগাড়ম্বরে যতটা পটু, দায়িত্ব পালনে তার সিকিভাগ সক্ষমতা দেখাতে ইতোমধ্যে ব্যর্থ হয়েছেন। নেতৃবৃন্দ বলেন, গত ৫ মে বান্দরবানে তিন শিশুর জননী এক খেয়াং নারীকে ধর্ষণের পর পাথর দিয়ে মাথা থেতলে নির্মমভাবে হত্যা করা হয়। গত কয়েক মাসেও এই বর্বরতার বিচারে তেমন কোন অগ্রগতিই অর্জিত হয়নি। ফলে বিচারহীনতার চলমান বাস্তবতা একেরপর এক বর্বরতা ও অপরাধের জন্ম দিয়ে যাচ্ছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করা অন্তর্বর্তীকালীন সরকার মুখে মুখে অনেক পরিবর্তনের কথা বললেও, সেই বাস্তবতার সামান্য পরিবর্তন ঘটাতে সক্ষম হয়নি।

সিপিবি নেতৃবৃন্দ অব্যাহত ধর্ষণ-নিপীড়নের ঘটনার প্রতিবাদে এবং নারীর নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য জীবনের অধিকার প্রসঙ্গে ডানপন্থী রাজনৈতিক দলসমূহের নীরব থাকার সমালোচনা করেন। নেতৃবৃন্দ বলেন, ডানপন্থী দলসমূহ রাষ্ট্রযন্ত্র ও শাসন কাঠামোর প্রতি শর্তহীন আনুগত্য থেকে নীরবতার ভূমিকা গ্রহণ করেছে। একইসঙ্গে তাদের ক্ষমতার সিঁড়ি আরোহণের হিসাব-নিকাশ ও তাগাদা নানাভাবে সামাজিক অপরাধীদের মদদ যোগাচ্ছে।

নেতৃবৃন্দ বলেন, তাদের এই জনবিচ্ছিন্ন ও গণবিরোধী রাজনীতি দেশের মানুষ ইতোমধ্যে পরিত্যাগ করেছে।

সিপিবি নেতৃবৃন্দ নারী-পুরুষ, পাহাড়ি-বাঙ্গালী নির্বিশেষে সকলের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্য জীবনের নিশ্চয়তা অর্জনে রাজনৈতিকভাবে সংগঠিত হতে এবং সমাজের সর্বত্র প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

More From Author