বরকলে অবসরপ্রাপ্ত জুম্ম পুলিশ কর্মকর্তা কর্তৃক জুম্ম স্কুল ছাত্রী ধর্ষণের শিকার

হিল ভয়েস, ১০ সেপ্টেম্বর ২০২৫, রাঙ্গামাটি: সম্প্রতি রাঙ্গামাটি জেলাধীন বরকল উপজেলা সদরে অবসরপ্রাপ্ত এক জুম্ম পুলিশ কর্মকর্তা কর্তৃক এক জুম্ম স্কুল ছাত্রী (১৩) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী শিশুটি বরকল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির চাকমা শিক্ষার্থী।

জানা গেছে, ধর্ষণের ঘটনাটি ঘটে ৩০ আগস্ট ২০২৫ ধর্ষণকারীর বাড়িতে। তবে ঘটনাটি উন্মোচিত হয় গতকাল (৯ সেপ্টেম্বর)। ভুক্তভোগী ছাত্রী এতদিন ভয়ে প্রকাশ করতে পারেনি।

ভুক্তভোগী ও তার পরিবারের সূত্রে জানা গেছে, অভিযুক্ত ধর্ষণকারীর নাম অশোক কুমার চাকমা (৫৩), পীং-গোপাল চাকমা। তিনি একজন সাবেক পুলিশ কর্মকর্তা। চায়নায় নারী পাচার চক্রের সাথে যুক্ত বলেও জানা যায়। নারী পাচার রোধের নামে বহু আর্থিক কেলেঙ্কারির ঘটনার সাথে অশোক কুমার চাকমার নাম পাওয়া যায়।

জানা গেছে, বরকল সদরে অশোক কুমার চাকমার একটা নিজস্ব বাসাবাড়ি আছে। ওই বাড়িতে বরকল উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া ৩ জন চাকমা ছাত্রী ভাড়াটিয়া হিসেবে থাকে। কয়েকজন ছাত্রী নিয়ে ধর্ষক অশোক চাকমা সম্প্রতি সেই বাড়িতে বিদর্শন ভাবনা কোর্স চালু করেন। বিদর্শন ভাবনা চলাকালে অশোক বাবু কোমড়ে-পিঠে, শরীরের বিভিন্ন অংশে স্পর্শ করে কোমড় সোজা, মেরুদণ্ড সোজা করার নির্দেশ দিতেন।

ঘটনার দিন ৩০ আগস্ট অশোক কুমার তার স্ত্রীর সাথে ঝগড়া করেন এবং তার স্ত্রী বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়। বিকাল ৫টায় যথারীতি ছাত্রীদের নিয়ে বিদর্শন ভাবনা শুরু হয়। সেদিন ধর্ষক অশোক কুমার ভাবনা শেষ না হওয়া পর্যন্ত চোখ বন্ধ রাখার নির্দেশ দেন। তিনি আরও বলেন, নির্দেশ অমান্য করে কেউ যদি চোখ খুলে সেই ব্যক্তি অন্ধ ও পাগল হয়ে যাবে। এসময় ভুক্তভোগী ছাত্রীকে অশোক কুমার চাকমা বলেন, তার স্পর্শ পাওয়া মাত্র যেন সে চোখ খুলে।

এরপর সবাই চোখ বন্ধ করে ভাবনায় বসে যায়। ভাবনা চলাকালে অশোক কুমার ভুক্তভোগী ছাত্রীকে শরীরে স্পর্শ করে আরেকটি রুমে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং ঘটনাটি কাউকে না জানাতে বলে, জানালে মেরে ফেলার হুমকি দেয়। পাগল, অন্ধ হওয়ার ভয়ে বাকিরা কেউই চোখ খুলেনি। ভাবনা শেষ হলে অশোক কুমার চাকমাকে অস্থির দেখতে পাওয়া যায়। পরেরদিন ছাত্রীটি বাড়িতে চলে যায় যাই। বাড়িতে গিয়ে বাবা মার সাথে ঘটনাটি শেয়ার করে।

ঘটনাটি জানার পর গত ৮ সেপ্টেম্বর, ভুক্তভোগীকে নিয়ে তার মা-বাবা বরকলে অশোক কুমার চাকমার বাড়িতে আসে। এমসয় তারা অশোক কুমার চাকমার সাথে দেখা না পেয়ে তার স্ত্রীকে পুরো ঘটনা খুলে বলে। তখন ধর্ষক অশোক কুমারের স্ত্রী ঘটনাটি কাউকে না বলার জন্য অনুরোধ করেন এবং এ বছর পর্যন্ত তাদের সন্তানকে বিনাভাড়ায় অশোক কুমার চাকমার বাসায় রাখার জন্য অনুরোধ জানান। এ ধরনের ঘটনা আর হবে না এমন প্রতিশ্রুতি দেন। যা হয়েছে ভুল হয়েছে বলে মন্তব্য করেন।

আরও জানা গেছে, অশোক কুমার চাকমা ইতোমধ্যে ভুক্তভোগীসহ বাকি ছাত্রীদের মেরে ফেলার হুমকি দিয়েছে। ভুক্তভোগী পরিবার মামলা দিতে ভয় পাচ্ছে।

জানা গেছে, ৩০ আগস্ট থেকে অশোক কুমার বাড়িতে নেই।

More From Author

+ There are no comments

Add yours