ছবি: প্রতিকী

রুমায় স্কুল পড়ুয়া মারমা ছাত্রী ধর্ষণের শিকার, ৩ যুবক গ্রেপ্তার

হিল ভয়েস, ২০ আগস্ট ২০২৫, বান্দরবান: বান্দরবান জেলাধীন রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের পাইন্দু হেডম্যান পাড়ায় ৫ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রী ৫ মারমা যুবক কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত পাঁচ জনের মধ্যে ৩ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

গত ১৭ আগষ্ট, রবিবার, পাইন্দু হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের হোস্টেল থেকে ওই স্কুল ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে দুই দিন ধরে ১৭ আগস্ট ও ১৮ আগস্ট উপর্যুপরি ধর্ষণ করা হয়েছে বলে জানা গেছে।

ধর্ষণকারী হিসেবে অভিযুক্ত ৫ যুবক হল পাইন্দু ইউনিয়নের পাইন্দু হেডম্যান পাড়ারই বাসিন্দা (১) উহাইসিং মার্মা(২৩), পীং-থোয়াইনুচিং মারমা, (২) ক্যহ্লাওয়াং মার্মা(২২), পীং-রাংমেশে মারমা, (৩) ক্যসাইওয়াং মার্মা(১৯), পীং-আহ্লামং মারমা, (৪) চহাই মারমা, পীং-মৃত সাচিংউ মারমা ও (৫) ক্যওয়াংসাই মারমা, পীং-ক্যহ্লাচিং মারমা।

আজ ২০ আগস্ট, ভোরে পাইন্দু হেডম্যান পাড়ায় অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত ৫ জনের মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। গ্রেপ্তারকৃতরা হল উহাইসিং মার্মা(২৩), ক্যহ্লাওয়াং মার্মা(২২) ও ক্যসাইওয়াং মার্মা(১৯)। অপরদিকে, অন্য দুই অভিযুক্ত ধর্ষণকারী পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্ষণকারীরা বিদ্যালয়ের পাশের হোস্টেল থেকে ওই স্কুল ছাত্রীকে তুলে নিয়ে একটি নির্ধারিত জায়গায় আটকে রেখে দুই দিন ধরে পালাক্রমে ধর্ষণের পর ছেড়ে দেয়। এরপর ভুক্তভোগী ছাত্রী ঘটনাটি প্রথমে তার ঘনিষ্ঠ বান্ধবীকে জানায় এবং এরপর তার পরিবারের লোকজন জানতে পারে।

এরপর এলাকায় ঘটনাটি জানাজানি হলে একটি সামাজিক সালিশির আয়োজন করা হয়। এ অবস্থায় গতকাল ১৯ আগস্ট, বিকাল ৪টার দিকে পাড়ার কার্বারি (গ্রাম প্রধান) থোয়াইসা মারমার বাড়িতে ধর্ষণ সংক্রান্ত সামাজিক সালিশি বিচার বসানো হয়। বিচারে এলাকার হেডম্যান, কার্বারি, মেম্বার সহ পাড়ার লোকজন উপস্থিত ছিলেন বলে জানা যায়।

জানা যায়, সালিশি সভায় অভিযুক্ত ধর্ষণকারীদের পাঁচজনকে শাস্তি হিসেবে মোট ৫০ হাজার টাকা জরিমানা এবং ভুক্তভোগীকে চিকিৎসা ব্যয় বাবদ ১০ হাজা টাকা ধার্য করা হয়। উক্ত ধার্যকৃত টাকাও অভিযুক্তরা বকেয়া রাখে বলে জানা যায়।

এদিকে সামাজিক বিচারে মাত্র ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করে ধর্ষণকারীদের ছেড়ে দেয়ার পর বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং সামাজিক মাধ্যমেও ব্যাপক প্রচার ও প্রতিবাদ হয়।
এরপর আজ ভোর রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে।

More From Author

+ There are no comments

Add yours