চট্টগ্রামের সীতাকুন্ড ধামের পবিত্রতা রক্ষা ও অবাঞ্ছিত পরিস্থিতি রোধে সরকার ও সেনাপ্রধানের আশু দৃষ্টি কামনায় ঐক্য পরিষদ

হিল ভয়েস, ১৮ আগষ্ট ২০২৫, ঢাকা: বিশ্বের হিন্দু সম্প্রদায়ের পবিত্র তীর্থস্থান চট্টগ্রামের সীতাকুন্ডের চন্দ্রনাথ ধামের পবিত্রতা ক্ষুণ্ন করে দেবোত্তর ভূমি গ্রাসের এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণের মাধ্যমে সাম্প্রদায়িক উত্তেজনা ও সহিংসতা সৃষ্টির অপপ্রয়াসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ আজ সোমবার (১৮ আগষ্ট) এক প্রেসবিজ্ঞপ্তিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

পরিষদের কেন্দ্রীয় কমিটি কর্তৃক সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে জনৈক ব্যবসায়ী ও কওমী মাদ্রাসার অনুসারী মুফতি এস এম সাইফুল ইসলাম কর্তৃক তার ফেসবুকে গত ১৭ আগস্ট ২০২৫ ‘সীতাকুন্ড পর্বতের চূড়ায় মসজিদ ৯০% (নব্বই) কনফার্ম’ শীর্ষক এক পোস্টকে কেন্দ্র করে সাধারণ হিন্দু জনমনে গভীর উদ্বেগ ও শঙ্কার সৃষ্টি করেছে।

পোস্টে আরো বলা হয়েছে, ‘মন্দির থেকে সামান্য নিচে বটবৃক্ষের গোড়ায় মসজিদ হবে।’ এ ব্যাপারে মুফতি হারুন বিন এজাহার’র সাথে তার চূড়ান্ত আলাপ হয়েছে বলে পোস্টে উল্লেখ আছে। মুফতি হারুন এজাহার চট্টগ্রাম মহানগরীর লালখান বাজারের জামেয়াতুল উলুম আল ইসলামীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহাপরিচালক মুফতি এজহারুল ইসলামের পুত্র এবং হেফাজতে ইসলামের একজন প্রভাবশালী নেতা।

ঐক্য পরিষদ সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণের মহল বিশেষের যাবতীয় অপপ্রয়াস রোধে এবং চট্টগ্রামের সীতাকুন্ডের পবিত্র তীর্থস্থান চন্দ্রনাথ ধামকে কেন্দ্র করে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ন করে কোন অবাঞ্ছিত পরিস্থিতি সৃষ্টি না হয় তজ্জন্যে ত্বরিৎ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে সরকার, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ ও সেনাপ্রধানের আশু দৃষ্টি কামনা করেছে।

More From Author