বাঘাইছড়িতে বিজিবি সদস্যের পিটুনিতে এক জুম্ম তরুণ নিহত

হিল ভয়েস, ১২ আগস্ট ২০২৫, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার কজইছড়ি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের চেকপোস্টের বিজিবি সদস্যদের পিটুনিতে মারাত্মক জখম হয়ে এক জুম্ম তরুণ নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী ওই তরুণের নাম শুভ চাকমা (১৯), পীং-ধনময় চাকমা এবং মাতার নাম মিলিতি চাকমা। তার বাড়ি বাঘাইছড়ি উপজেলাধীন সারোয়াতুলি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শিজক খাগড়াছড়ি গ্রামে।

নিহত শুভ চাকমার মাথায় ভারি বস্তুর আঘাত পাওয়া গেছে। ঘটনাটি ঘটে বাঘাইছড়ি ইউনিয়নে অবস্থিত কজইছড়ি বিজিবি চেকপোস্টের সম্মুখে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শুভ চাকমা গতকাল (১১ আগস্ট) বিকালের দিকে মাঝিপাড়ায় ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে রাত আনুমানিক ৯.০০ ঘটিকার দিকে তিনি একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে তার বাড়ি শিজক খাগড়াছড়িতে ফিরছিলেন।

সেসময় মোটরসাইকেলটি কজইছড়ি বিজিবি চেকপোস্টে পৌঁছালে আকস্মিকভাবে কোনো কারণ ছাড়াই কয়েকজন বিজিবি সদস্য
তাদের গতিরোধ করেন এবং তৎক্ষনাৎ মোটরসাইকেল চালককে কিছু বুঝে ওঠার আগে সজোরে একটি সেগুন গাছের শক্তপোক্ত ডাল দিয়ে মাথায় আঘাত করে।

এতে সঙ্গে সঙ্গে ঐ চালকটি পরিস্থিতি বুঝতে পেরে কোনমতে তার মোটরসাইকেলটি চালিয়ে চলে যেতে সক্ষম হন। কিন্তু দূর্ভাগ্যবশত মোটরসাইকেল চালু করার সময় পেছনের সিটে থাকা শুভ চাকমা (১৯) মাটিতে পড়ে যায়। এর পরপরই অন্ধকারের মধ্যে বিজিবি সদস্যরা শুভ চাকমাকে ভারি বস্তু দিয়ে মাথায় ও তার শরীরের বিভিন্ন জায়গায় নৃশংসভাবে আঘাত করে আধমরা করে ফেলে রেখে সেখান থেকে চলে যান।

পরে স্থানীয়রা উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে গুরুতর জখম শুভ চাকমার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় জুম্মরা জানিয়েছেন, চিৎকার চেচামেচি শুনে তারা তড়িঘড়ি করে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান শুভ চাকমা রক্তাক্ত ও আধমরা অবস্থায় রাস্তার পাশে পড়ে আছেন। ছেলেটিকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল ভারি কোনো কিছু দিয়ে তার মাথায় ও শরীরে আঘাত করে তাকে মৃতপ্রায় করে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে।

তবে অন্যদিকে কজইছড়ি ক্যাম্পের বিজিবি সদস্যরা এ ঘটনাটিকে স্রেফ একটি দূর্ঘটনা বলে চালিয়ে দিচ্ছেন বলে জানা গেছে।

ঘটনার পরপরই কজইছড়ির স্থানীয় জুম্ম অধিবাসীদের তীব্র ক্ষুব্ধ ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

More From Author

+ There are no comments

Add yours