হিল ভয়েস, ১২ জুলাই ২০২৫, চট্টগ্রাম: গতকাল (১১ জুলাই) সকাল ১০টায় চট্টগ্রাম শহরে পাহাড়ী শ্রমিক কল্যাণ ফোরামের বার্ষিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ফোরামের বিভিন্ন থানা, ইউনিট কমিটি ও আদিবাসী মহিলা ফোরামের প্রতিনিধি ও নেতাকর্মীরা অংশগ্রহণ করেন জানা গেছে।
সম্মেলন উপলক্ষে চট্টগ্রামের স্টেশন রোডে এশিয়ান এস আর হোটেল মিলনায়তনে ‘জুম্ম জনগণের জাতীয় অস্তিত্ব সংরক্ষণ, শ্রমজীবী মানুষের অধিকার ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রমিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জিসন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিবাসী ফোরামের চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক এস জে চাকমা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় সভাপতি জগত জ্যোতি চাকমা, ফোরামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতি অনিল বিকাশ চাকমা, আদিবাসী মহিলা ফোরামের চট্টগ্রাম মহানগর এর সভাপতি চিজিপুদি চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার সভাপতি অন্বেষ চাকমা, পিসিপির চবি শাখার সাধারণ সম্পাদক আদর্শ চাকমা ও পাহাড়ী শ্রমিক কল্যাণ ফোরামের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক সোনাবি চাকমা। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সুজন চাকমা।
প্রধান অতিথি এস জে চাকমা বলেন, আমরা সেই ব্রিটিশ শাসনামল হতে অধিকার থেকে বঞ্চিত। আমরা ভেবেছিলাম দেশ স্বাধীন হলে আমাদের অধিকার নিশ্চিত হবে, আমাদের জাতীয় অস্তিত্ব রক্ষা পাবে। কিন্তু না, শাসকগোষ্ঠী আমাদের অধিকার-স্বাধিকার নিয়ে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে চলছে।
তিনি বলেন, আমাদের অধিকার নিয়ে বেঁচে থাকতে চাইলে আমাদেরকে সংগ্রামী, ত্যাগী ও আদর্শভিত্তিক মানুষ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। তিনি সকলকে পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়নের লড়াই-সংগ্রামে সামিল হওয়ার আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেন।
শ্রমিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি জগত জ্যোতি চাকমা বলেন, আজকে আমরা কঠিন এক বাস্তবতার সাথে লড়াই করছি। আজকে পার্বত্য চুক্তি ২৭ বছর অতিক্রান্ত হয়ে গেলেও চুক্তির মৌলিক ধারাগুলো বাস্তবায়িত করা হয় নি। শাসকগোষ্ঠীর আমাদেরকে জাতিগতভাবে বিলুপ্তির যে ষড়যন্ত্র সেটা এখনো আমরা দেখতে পাই।
ফোরামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতি অনিল বিকাশ চাকমা বলেন, আমরা অনিরাপদ ও শ্বাসরুদ্ধকর এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে বসবাস করছি।পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের যে অধিকার পাওয়া কথা, সেই অধিকার থেকে আমরা এখনো বঞ্চিত। আমাদের উপর শাসকগোষ্ঠীর যে নির্যাতন, নিপীড়ন, শোষণ, বঞ্চনার কার্যক্রম তা এখনো চলমান।
পিসিপির চবি শাখার সভাপতি অন্বেষ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের ইতিহাস শাসন-শোষণ, নির্যাতন-নিপীড়ন এর ইতিহাস, ভূমি বেদখল, ধর্ষণ, ডজন ডজন সাম্প্রদায়িক হামলা ও গণহত্যার ইতিহাস। আজকে স্বাধীন বাংলাদেশের ৫৩/৫৪ বছর অতিক্রান্ত হলেও আমাদের শোষণ-শাসন, নির্যাতন-নিপীড়ন বন্ধ হয়নি। সুদীর্ঘ ২৪ বছরের অধিক সশস্ত্র সংগ্রামের মাধ্যমে জুম্ম জনগণের অধিকারের সনদ পার্বত্য চুক্তি অর্জন করা হয়ভ কিন্তু সুদীর্ঘ ২৭ বছর অতিক্রান্ত হলেও পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়ন করা হয়নি।