হিল ভয়েস, ২২ জুন ২০২৫, বান্দরবান: বান্দরবান জেলাধীন বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত এক সেনা অভিযানে ২ জুম্ম নারী যৌন নিপীড়ন এবং ৩ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
গত ২০ জুন, আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ, পিএসসি এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল বান্দরবান সদরের টংকাবতী ইউনিয়নের কয়েকটি জুম্ম গ্রামে অভিযান চালিয়ে ৯ নিরীহ চাকমা ও ত্রিপুরা গ্রামবাসীকে আটক করে এবং পরে মিথ্যা মামলায় জড়িত করে পুলিশের নিকট সোপর্দ করে বলে জানা যায়।
ঐদিনই টংকাবতী ইউনিয়নের মুক্তাজন ত্রিপুরা পাড়া নামে আরেকটি গ্রামে অভিযান চালানোর সময় ভোর ৪টার দিকে উক্ত সেনাদলের সদস্যরা ২ ত্রিপুরা নারীকে যৌন নিপীড়ন চালায়। এদের একজনের বয়স ৩২ বছর, আরেকজনের বয়স ৩৮ বছর বলে জানা যায়। সেনা সদস্যরা জোরপূর্বক উক্ত নারীদের স্তন সহ শরীরের বিভিন্ন অংশে হাত দেয় বলে অভিযোগ পাওয়া যায়।
এছাড়াও ঐ দিন সেনা সদস্যরা মুক্তাজন ত্রিপুরা পাড়ার আরও তিন গর্ভবতী নারীকে বাড়ির বাইরে দাঁড়িয়ে রেখে দীর্ঘ সময় ধরে বৃষ্টিতে ভিজতে বাধ্য করে বলেও অভিযোগ পাওয়া যায়। ভুক্তভোগী ওই নারীরা হলেন- (১) শ্রীমতি ত্রিপুরা (২৬), স্বামী-বিদ্যারাম ত্রিপুরা রকি; সুপতি ত্রিপুরা (২৭), স্বামী-আগস্টিন ত্রিপুরা এবং বাজারুং ত্রিপুরা (৩৫), স্বামী-অনিল ত্রিপুরা।
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
             
             
                             
                             
                             
                                                     
                                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        
+ There are no comments
Add yours