হিল ভয়েস, ২৫ মে ২০২৫; চট্টগ্রাম: গত ১৭ মে ২০২৫ সশস্ত্র সন্ত্রাসী সংগঠন বমপার্টি নামে খ্যাত কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর ২০ হাজার ৩০০ পিস পোশাক (ইউনিফর্ম) চট্টগ্রামের একটি পোশাক কারখানা থেকে পুলিশ উদ্ধার করে বলে জানা যায়।
সূত্র মোতাবেক, ১৭ মে দিবাগত রাতে বায়েজিদ বোস্তামী থানার নয়ারহাট এলাকার রিংভো অ্যাপারেলস থেকে এই পোশাকগুলো জব্দ করা হয়। এই ঘটনায় উক্ত পোশাক কারখানাটির মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন: সাহেদুল ইসলাম (কারখানা মালিক), গোলাম আজম ও নিয়াজ হায়দার (তারা এসব ইউনিফর্ম তৈরির কার্যাদেশ এনেছিলেন) ।
এই ঘটনায় ১৮ মে চারজনকে আসামি করে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করা হয়েছে। নগর গোয়েন্দা পুলিশের এসআই ইকবাল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
উক্ত মামলায় উল্লেখ করা হয়, গত মার্চ মাসে ইউনিফর্মগুলো তৈরির কাজ দিয়েছিলেন গোলাম আজম ও নিয়াজ হায়দার। তারা মংহ্লাসিং মারমা প্রকাশ ওরফে মং নামের কাছ থেকে ২ কোটি টাকার চুক্তিতে ইউনিফর্ম তৈরির কাজ হাতে নেন। চলতি মাসে এসব ইউনিফর্ম সরবরাহের কথা ছিল।
উল্লেখ্য, সেনাবাহিনীরই সহযোগিতায় ২০১৭ সালের দিকে রুমা উপজেলার এডেন রোডে বমপার্টি নামে খ্যাত কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) গঠন করা হয়। এর কার্যালয় উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীরই বান্দরবানের তৎকালীন ব্রিগেড কমান্ডার নকিব আহমেদ চৌধুরী। প্রতিষ্ঠারলগ্ন থেকে বর্তমান অবধি এই কেএনএফ কর্তৃক পার্বত্য চট্টগ্রামে চুক্তির পক্ষীয় লোক এবং সাধারণ জনগণের উপর নানাভাবে হয়রানি, চাঁদাবাজি, নির্বিচারে হত্যা, গুম ইত্যাদি কার্যে জড়িত থাকার খবর পাওয়া যায়। এমনকি ‘জামাআতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া’ নামক জঙ্গী সংগঠনের কর্মীদের সামরিক প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ কার্যের সাথে লিপ্ত থাকার অভিযোগ ও প্রমাণ পাওয়া যায়।
+ There are no comments
Add yours