জুরাছড়িতে আবার সেনা অভিযান

হিল ভয়েস, ১৫ মে ২০২৫, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার জুরাছড়িতে আবার বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান শুরু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্র জানায়, জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নস্থ অদ্বিতীয় ২বীর বনযোগীছড়া সেনা জোনের কমান্ডার লে: কর্নেল রাশেদ এবং ক্যাপ্টেন মোশাররফ এর নেতৃত্বে ৩৯ জনের একটি সেনাদল গতকাল (১৪ মে) লুলাংছড়ি সেনা ক্যাম্পে রাত্রিযাপনের পর আজ ১৫ মে ২০২৫ সেখান থেকে সেনা অভিযান শুরু করেছে বলে খবর পাওয়া গেছে।

সেনাদলটি লুলাংছড়ি হয়ে মৈদুং ইউনিয়নের পানছড়ি এলাকা হয়ে বেলতলার দিকে যাচ্ছে বলে আজ সন্ধ্যার দিকে জানা গেছে।

এভাবে ঘনঘন সেনা অভিযানের ফলে গ্রামবাসীদের মধ্যে সবসময় আতঙ্ক ও ভয়ের পরিবেশ সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।

উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগেও ৬ মে ২০২৫ বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত অভিযানে জুরাছড়ি উপজেলার ঘিলাতুলিতে এক জুম্ম গ্রামবাসীর বাড়ি তল্লাসি এবং এক গ্রামবাসীকে নগ্ন করে তল্লাসি করার অভিযোগ পাওয়া যায়।

More From Author

+ There are no comments

Add yours