হিল ভয়েস, ১৩ মে ২০২৫; চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন করেরহাট ইউনিয়নে কয়লা পাড়ায় আদিবাসী ত্রিপুরা এক নবম শ্রেণিতে পড়ুয়া কিশোরীকে (১৫) আবুল কাসেম কর্তৃক ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল (১২ মে) সোমবার সকালে ভুক্তভোগী কিশোরী একা বাড়িতে রান্না করছিলেন। এমন সময় অভিযুক্ত আবুল কাসেম বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। পরে মেয়েটি চিৎকার করায় পাড়ার লোকজন ঘটনাস্থলে আসলে অভিযুক্ত পালিয়ে যায়। ধর্ষণের চেষ্টার ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেন বলে জানা যায়।
অভিযুক্ত আবুল কাসেম জোরারগঞ্জ থানাধীন ১ নং করেরহাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন বলে জানা যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত আবুল কাসেমকে প্রশাসন এখনো ধরতে পারে নি।
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
             
             
                             
                             
                             
                                                     
                                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        
+ There are no comments
Add yours