সেনাবাহিনী কর্তৃক মাটিরাঙ্গায় ৪ ব্যক্তিকে আটক ও সাজেকে ২টি বাড়ি তল্লাশি

0
783

হিল ভয়েস, ১৪ আগস্ট ২০২০, খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নূর মোহাম্মদ টিপু নামে এক পল্লী চিকিৎসককে হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ চার ব্যক্তিকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার ১৩ আগস্ট এই আটকের ঘটনা ঘটে।

তবে আটক ব্যক্তিরা উক্ত ঘটনায় জড়িত নয়, মিথ্যাভাবে তাদেরকে ফাঁসানো হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আটককৃতরা হলেন- মাটিরাঙ্গা উপজেলার ১নং মাটিরাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাঁঠাল পাড়ার মহন্ত ত্রিপুরার দুই ছেলে ডেনি ত্রিপুরা (২২) ও সুমন ত্রিপুরা (২০), একই গ্রামের বিশ্বমনি ত্রিপুরার ছেলে দিপন ত্রিপুরা এবং গুইমারা উপজেলার ১নং গুইমারা ইউনিয়নের মাইরুং পাড়ার শশী মোহন ত্রিপুরার ছেলে শান্তি ত্রিপুরা (২৬)।

জানা গেছে, গতকাল বিকালে প্রথমে শান্তি ত্রিপুরাকে স্থানীয় একটি দোকান থেকে আটক করা হয়। পরে রাতে সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ ডেনি ত্রিপুরা, সুমন ত্রিপুরা ও দিপন ত্রিপুরাকে নিজ নিজ বাড়ি থেকে আটক করে মাটিরাঙ্গা থানায় নিয়ে যায়।

আটককৃতদের বর্তমানে মাটিরাঙ্গা থানায় রাখা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই কে বা কারা নূর মোহাম্মদ টিপুকে হত্যা করে মাটিরাঙ্গা উপজেলার সাপমারা ব্রিজের নিচে ফেলে রেখে যায়। তারপর ঐদিন দুপুরে পুলিশ টিপুর লাশটি উদ্ধার করে।

অন্যদিকে, রাঙামাটির সাজেক ইউনিয়নের শুকনোছড়া গ্রামে দুই গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনী তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

যাদের বাড়িতে তল্লাশি চালানো হয় তারা হলেন- ইন্দ্র চাকমা, পিতা- কমল চাকমা এবং লিটন চাকমা, পিতা- শান্তি জীবন চাকমা।

জানা যায়, গত ১২ আগস্ট বুধবার দুপুর ১টার সময় একদল সেনা সদস্য গিয়ে উক্ত দুই গ্রামবাসীর বাড়ি তল্লাশি চালায়।

কি কারণে এ তল্লাশি চালানো হয়েছে তা জানা যায়নি।

তবে তল্লাশির পরও সেনারা অবৈধ কোন কিছু উদ্ধার করতে পারেনি। পরে সেনা সদস্যরা ক্যাম্পে ফিরে যায় বলে জানা গেছে।

সূত্র: সিএইচটি নিউজ