লংগদুর মাইনীমুখ বাজার থেকে সংস্কারপন্থী সন্ত্রাসীদের কর্তৃক ৩ গ্রামবাসী অপহৃত

0
306

হিল ভয়েস, ১ ডিসেম্বর ২০২০, রাঙ্গামাটি: সেনামদদপুষ্ট সংস্কারপন্থী সন্ত্রাসীদের কর্তৃক রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন লংগদু উপজেলার মাইনীমুখ বাজার থেকে ৩ নিরীহ জুম্ম গ্রামবাসী অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীদের তথ্য অনুসারে, চাঁদা না দেওয়ার কারণেই সংস্কারপন্থীরা উক্ত গ্রামবাসীদের অপহরণ করেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ১ ডিসেম্বর ২০২০ সকালের দিকে বাঘাইছড়ি উপজেলার বড় মাহিল্যা নিবাসী (১) প্রবীণ চাকমা(৫০), পিতা-মৃত বীর সেন চাকমা; (২) মিলন চাকমা(৩৫), পিতা-মৃত হৃদয় চাকমা; (৩) ম্যান্ডেলা চাকমা(৩০), পিতা-পরিমল চাকমা নামের তিন গ্রামবাসী মাইনীমুখ বাজারে আসে। এক পর্যায়ে দুপুরের দিকে সংস্কারপন্থী সন্ত্রাসীদের একটি দল অস্ত্রের মুখে উক্ত তিন গ্রামবাসীকে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায়।

জনৈক এলাকাবাসীর তথ্যমতে, আজ সকালে সংস্কারপন্থীরা বড় মাহিল্যা এলাকাবাসীর কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। এলাকাবাসী উক্ত টাকা দিতে ব্যর্থ হওয়ায় সংস্কারপন্থী সন্ত্রাসীরা উক্ত গ্রামবাসীদের অপহরণ করে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃত গ্রামবাসীদের ছেড়ে দেওয়া হয় নি।