রাঙ্গামাটির জীবতলী ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান, ৪ জনকে আটক

0
678
ছবি : প্রতিকী

হিল ভয়েস, ৫ নভেম্বর ২০২২, রাঙ্গামাটি: রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের তিনটি গ্রামে গবঘোনা সেনা ক্যাম্পের একদল সেনা অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৪ জন নিরীহ গ্রামবাসীকে আটক করে ক্যাম্পে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানী সূত্রে জানা গেছে যে, গতকাল শুক্রবার (৪ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২:০০ ঘটিকায় গবঘোনা সেনা ক্যাম্প হতে একদল সেনা রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের ওগোইয়াছড়ি মুখ, ডুলুছড়ি মুখ ও গুইহাবাছড়া মুখ গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সেনাবাহিনী নিম্নোক্ত নিরীহ চারজন গ্রামবাসী আটক করে ক্যাম্পে নিয়ে যায়-

১। মংসানু মারমা (৩০), পিতা- চক্রা অং মারমা, গ্রাম- ওগোইয়াছড়ি।
২। চাথাইউ মারমা (৩৫), পিতা- চাক্রা অং মারমা, গ্রাম- ওগোইয়াছড়ি।
৩। অংশা মারমা (৪৫), পিতা- ক্যশা অং মারমা, গ্রাম- ডুলুছড়ি মুখ।
৪। মই সানু মারমা (৬০), গ্রাম- গুইহাবাছড়া মুখ।

অভিযান শেষ করে প্রায় রাত ১:৩০টায় সেনা সদস্যরা ক্যাম্পে ফিরে যায় এবং আটককৃতদের তাদের সঙ্গে ক্যাম্পে নিয়ে যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত ব্যক্তিদের কাউকে ছেড়ে দেয়নি সেনাবাহিনী।